রাজারহাট নিউ টাউনে সোমবার ভর সন্ধ্যেয় এক নার্সকে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ উঠল এবার। এ ব্যাপারে ওই তরুণী বিধাননগর কমিশনারেটের টেকনো সিটি থানায় শ্লীলতাহানির অভিযোগ করেছেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে। ধৃত আজিজ মোল্লার বাড়ি পাথরঘাটা এলাকায়। ধৃতকে মঙ্গলবার বারাসাত মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধ্য়ায় নিউ টাউন থানার উল্টো দিকে একটি হাসপাতাল থেকে ওই তরুণী নার্স তাঁর ডিউটি শেষ করে বাড়ি ফিরছিলেন। বাগুইআটি ফিরবেন বলে তিনি হাসপাতাল থেকে বেরিয়েছিলেন। অভিযোগ, হাসপাতালের বাইরে সার্ভিস রোড দিয়ে হাঁটার সময় এক সাইকেল আরোহী যুবক ওই তরুণীকে উদ্দেশ করে কটূক্তি করে, অশ্লীল কথা বলে। তরুণী সে কথায় কর্ণপাত না করে বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে যান। অভিযোগ, যুবক এর পর সাইকেল চালিয়ে তরুণীর গায়ের কাছে এসে তাঁর শরীরের আপত্তিকর জায়গায় স্পর্শ করে। ওই তরুণী চিৎকার করে উঠলে যুবক পালিয়ে যায়। পথচলতি মানুষ কিছু বুঝে ওঠার আগেই ওই যুবক উধাও হয়ে যায়। সহকর্মীদের বিষয়টি জানানোর পর তাঁরা পুলিশের কাছে অভিযোগ জানাতে বলেন। সেই মতো ওই তরুণী টেকনো সিটি থানায় গিয়ে অজ্ঞাতপরিচয় যুবকের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর নড়েচড়ে বসে টেকনো সিটি থানার পুলিশ। তাঁরা ওই এলাকার সিসিটিভি দেখে অভিযুক্ত যুবককে চিহ্নিত করে। অভিযুক্ত ব্যক্তি সাইকেল চালিয়ে এসেছে, এই তথ্য় জানার পর পুলিশ নিশ্চিত হয় যে, ওই যুবক আশপাশের কোনও এলাকারই বাসিন্দা হবে। দেখা যায় ঘটনাস্থল থেকে কিছু দূরে পাথরঘাটা বাজারে ওই যুবকের বাড়ি। সোমবার রাতে সেখান থেকেই অভিযুক্ত আজিজ মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দাবি, জেরায় ধৃত আজিজ জানিয়েছে, সে পেশায় একজন কল মিস্ত্রি। সোমবার সন্ধ্যেবেলা নিউ টাউন ঘুরতে গিয়ে ওই অপকর্মটি ঘটিয়েছে সে।
Related Posts
সাতসকালে আরজি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই হানা
রবিবার সাতসকালে আরজি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআইয়ের হানা। সন্দীপ ঘোষ ছাড়াও আরজি করের আরও একাধিক কর্তার বাড়িতেও আজ সিবিআই গেছে। তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত চলাকালীন আরজি করের কর্তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছিলেন হাসপাতালের প্রাক্তন অতিরিক্ত সুপার আখতার আলি। তা খতিয়ে দেখতেই এবার বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করল […]
মিঠুন চক্রবর্তীর ভোট দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, উঠল চোর চোর স্লোগান
শেষ দফার ভোটে বেলগাছিয়ার বুথে ভোট দিলেন মিঠুন চক্রবর্তী। আর সেখানেই চড়ল উত্তেজনার পারদ। অভিযোগ, বিজেপি নেতা মিঠুনকে ঘিরে চোর স্লোগান দিতে থাকে। বিক্ষোভও শুরু হয়। মিঠুন লাইনে দাঁড়িয়ে ভোটারদের প্রভাবিত করছেন বলে অভিযোগ তোলে তৃণমূল। যদিও মহাগুরু সেই অভিযোগ অস্বীকার করেন। কলকাতা উত্তর কেন্দ্রের বেলগাছিয়ার দত্তবাগান ২২ নম্বর এলাকার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
সন্দেশখালি নিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে বিজেপির কেন্দ্রীয় নেতাদের ক্ষমা চাওয়া উচিতঃ অভিষেক
সন্দেশখালি-কাণ্ড নিয়ে প্রকাশ্যে আসা একটি ভিডিও ঘিরে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সেই ভিডিও নিয়েই তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই স্টিং অপারেশনে বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের বক্তব্য অনুযায়ী গোটা ঘটনা একটা পরিকল্পনা মাফিক হয়েছে। এর জন্য টারা প্রভাবশালীদের প্রভাব কাজ করেছে। অভিযোগের তির এখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিকে। এনিয়ে এবার […]