দুই বিধায়ক সহ কোচবিহারে গ্রেপ্তার ৩০ বিজেপি কর্মী , জানালেন কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। বিজেপির বনধ ঘিরে উত্তেজনা তৈরি হয়েছিল কোচবিহারে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার সরকারি বাসকে ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে৷ মাথাভাঙা থেকে কোচবিহার রুটে আসছিল বাসটি।
Related Posts
বাজারের ব্যাগের ভিতরে কেঁদে উঠল শিশু, লোকাল ট্রেনে শিশু পাচার, উত্তেজনা ছড়াল বিরাটী স্টেশনে, আটক অভিযুক্ত মহিলা
এবার অফিস টাইমে ভিড়ে ঠাসা লোকাল ট্রেনের ভিতরেই ব্যাগে ভরে বাচ্চা চুরির মতো মারাত্মক অভিযোগ উঠল৷ এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল বিরাটী স্টেশনে৷ ঘটনায় উদ্ধার করা হয়েছে একটি শিশুকে৷ আটক করে জিআরপি-র হাতে তুলে দেওয়া হয় অভিযুক্ত মহিলাকে৷ বেশ কিছুক্ষণ ট্রেন অবরোধও করেন যাত্রীরা৷ পরে অবশ্য অবরোধ তুলে দেয় রেল পুলিশ৷ এ দিন […]
এবার বেলদায় মালগাড়িতে আগুন
বড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল উড়িষ্যা গামী মাল গাড়ি। সূত্রের খবর অনুযায়ী, খড়্গপুর থেকে উড়িষ্যা গামী একটি চলন্ত মালগাড়িতে আগুন লেগে যায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা স্টেশনের কাছে। সূত্রের খবর অনুযায়ী, চলন্ত মালগাড়ির একটি ডাব্বাতে আগুন লেগে যায়। সেই আগুন দেখতে পায় ওই মালগাড়ির চালক। আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ব্রেক […]
বিজেপির ডাকা ১২ ঘণ্টার বনধে আলিপুরদুয়ার থেকে গ্রেপ্তার ৪২
বিজেপির ডাকা ১২ ঘণ্টার বনধে আলিপুরদুয়ার থেকে গ্রেপ্তার ৪২। অশান্তির অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে।বীরভূমের মল্লারপুরের ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ বিজেপি কর্মীদের। আর এরপরেই মল্লারপুর থানার পুলিশের তরফ থেকে সেই অবরোধ তুলতে লাঠিচার্জ করা হয় বিজেপি কর্মীদের উপর। ঘটনার পর বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করা হয়েছে।