গভীর রাতে রাজস্থান ও বিহারের রাজ্যে সভাপতি পালটে দিল বিজেপি

গভীর রাতে একাধিক রাজ্যে নয়া সভাপতি নিয়োগ করল বিজেপি। রাতের দিকে বিজেপির তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে সিপি জোশীর পরিবর্তে রাজ্যসভার সাংসদ মদন রাঠোরকে রাজস্থানের বিজেপি সভাপতি করা হচ্ছে। অন্যদিকে, নীতীশ কুমার সরকারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর জায়গায় দিলীপ জয়সওয়ালকে বিহারের রাজ্য সভাপতি পদে বসানো হয়েছে। সেইসঙ্গে অসম, চণ্ডীগড়, লাক্ষাদ্বীপ, রাজস্থান, তামিনাড়ু এবং ত্রিপুরায় সাংগঠনিক পদে একাধিক রদবদল করেছে বিজেপি। তবে বঙ্গ বিজেপির সভাপতি পদে কোনও রদবদল করা হল না। আপাতত কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদারকেই বহাল রাখা হল বঙ্গ বিজেপির সভাপতি পদে। বিজেপি যখন রাজস্থানের জন্য নয়া রাজ্য সভাপতি নিয়োগ করল, তার কিছুক্ষণ আগেই একটি মহলের দাবি করা হয় যে নিজের পদ থেকে জোশী ইস্তফা দিতে চেয়েছেন। সূত্রের খবর, গত চারদিন ধরে তিনি দিল্লিতে ছিলেন। দলের একাধিক শীর্ষনেতার সঙ্গে দেখা করে নিজের মনের ইচ্ছা প্রকাশ করেন। বুধবার তিনি নাকি দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার সঙ্গেও দেখা করেন। 

অন্যান্য রাজ্য কাদের কাদের নিয়োগ করা হল –  

১) অসমের নয়া ইনচার্জ হিসেবে প্রাক্তন সাংসদ হরিশ দ্বিবেদীকে নিযুক্ত করা হয়েছে। 

২) চণ্ডীগড়ের ইনচার্জ করা হয়েছে সাংসদ অতুল গর্গকে। 

৩) লাক্ষাদ্বীপের নয়া ইনচার্জ হয়েছেন অরবিন্দ মেনন। 

৪) রাজস্থানে রাজ্য সভাপতি পরিবর্তনের পাশাপাশি ইনচার্জ এবং সহ-ইনচার্জ নিয়ে ঘোষণা করেছে বিজেপি। ইনচার্জ করা হয়েছে রাধামোহন আগরওয়ালকে। বিজয়া রহাটকরকে সহ-ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে।

৫) ত্রিপুরার ইনচার্জ করা হয়েছে প্রাক্তন সাংসদ রাজদীপ রায়কে।

error: Content is protected !!