সংখ্যালঘুদের সমর্থন নিয়ে করা মন্তব্যের করায় দলের অন্দরে আরও চাপে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।বিজেপির সংখ্যালঘু সেলের সর্বভারতীয় সভাপতি জামাল সিদ্দিকী বলেন, “শুভেন্দুর এই ধরনের মন্তব্য করা ঠিক হয়নি।” পাশাপাশি বিরোধী দলনেতাকে নব্য বিজেপির তকমাও লাগিয়ে দেন তিনি। বলেন, “শুভেন্দু অধিকারী বিজেপিতে নতুন এসেছেন। তাই দলের নিয়ম জানেন না। বিজেপি সমর্কে জানতে হবে।” মাটির সঙ্গে বিরোধী দলনেতার কোনও যোগাযোগ নেই বলেও খোঁচা দেন জামাল সিদ্দিকী। সম্প্রতি বঙ্গ বিজেপির পর্যলোচনা বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘সবকা সাথ সবকা বিকাশ’ স্লোগানকে চ্যালেঞ্জ করেন শুভেন্দু। জানান, এই নীতির সঙ্গে তিনি একমত নন। বিজেপিতে সংখ্যালঘু মোর্চার প্রয়োজন নেই। দলের লোকসভার ফলাফল পর্যালোচনা বৈঠকে তিনি বলেন, “সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দেয় না। তাই সবকা সাথ সবকা বিকাশের প্রয়োজন নেই। যাঁরা আমাদের সঙ্গে থাকবে, তাঁদের সঙ্গে আমরা থাকব।” বিরোধী দলনেতার এই মন্তব্যে গেরুয়া শিবিরের অন্দরে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। দিল্লি পর্যন্ত জল গড়ায়। শুভেন্দু প্রকৃতই কি বলতে চেয়েছেন সেই ব্যাখ্যা তলব করা হয়। ক্ষোভ সামাল দিতে নেমে দলের অভ্যন্তরের বিভাজন আরও স্পষ্ট করেন রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি জানান, বিরোধী দলনেতার বক্তব্যের সঙ্গে দল একমত নয়। শুভেন্দু যা বলেছেন, সেটা একান্তই তাঁর ব্যক্তিগত মতামত বলে জানান সুকান্ত। সমালোচনা করেন রাজ্যের সংখ্যালঘু সেলের সভাপতি চার্লস নন্দীও।
Related Posts
বিজেপির ৪০০ দূরঅস্ত, ১৫০-র আশা নেই, প্রথম দফার পর হুঙ্কার রাহুলের
প্রথম দফার ভোটের পর কপালে ভাঁজ ফেলার মতো প্রশ্ন এটাই। অথচ, নরেন্দ্র মোদির দাবির সঙ্গে পরিসংখ্যানে ফারাক থেকে যাচ্ছে। মোদি নিজে বলছেন, তাঁকে তৃতীয়বার সরকারে নিয়ে আসার জন্যই নাকি গোটা ভারত উৎসবের মেজাজে ভোট দিচ্ছে। তাহলে প্রথম দফায় ভোটের হার দেখে বিজেপির শীর্ষ নেতৃত্ব টেনশনে কেন? কারণ, ২০১৯ সালের তুলনায় ভোটদানের শতকরা হার এক ধাক্কায় […]
কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে মামলার অনুমতি দিলেন রাজ্যপাল
মহীশূর আরবান ডেভেলপমেন্ট অথরিটি (MUDA)-র জমি বরাদ্দ সংক্রান্ত কেলেঙ্কারির অভিযোগে এবার মামলার মুখোমুখি হতে চলেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। জানা গিয়েছে, রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলত জমি কেলেঙ্কারিতে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আরটিআই কর্মী টিজে আব্রাহাম এবং স্নেহামাই কৃষ্ণের অভিযোগের ভিত্তিতে রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলত মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে মামলার অনুমতি দিয়েছেন। রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলত MUDA জমি […]
আর জি কর কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলায় হস্তক্ষেপ সুপ্রিমকোর্টের, মঙ্গলবারে শুনানি
কলকাতা হাইকোর্টের নির্দেশে আর জি কর কাণ্ডের তদন্তভার উঠেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে। এবার বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করতে চলেছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার দেশের সর্বোচ্চ আদালতে এ নিয়ে শুনানি রয়েছে। স্বতঃপ্রণোদিত ভাবে এই মামলায় হস্তক্ষেপ করছে আদালত। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পর্দিওয়ালা এবং মনোজ মিশ্রের বেঞ্চ মামলার শুনানি করবে। কলকাতার আর জি কর হাসপাতালে ৩১ […]