বিহারের কাটিহার, আরারিয়া, কিষাণগঞ্জ এবং পশ্চিমবঙ্গের মালদা ও মুর্শিদাবাদ নিয়ে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করার দাবি তুলল বিজেপি ৷ বৃহস্পতিবার লোকসভায় বাজেট বিতর্কে অংশ নেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ৷ এদিন বলেন, “বাংলার মুর্শিদাবাদ, মালদা থেকে লোকেরা এসে ঝাড়খণ্ডের হিন্দুদের উপর অত্যাচার করছে ৷ ঝাড়খণ্ড পুলিশ কিছুই করতে পারছে না ৷ এই পরিস্থিতিতে বিহারের কাটিহার, আরারিয়া, কিষাণগঞ্জ এবং পশ্চিমবঙ্গের মালদা ও মুর্শিদাবাদ নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হোক ৷” লোকসভা কক্ষে এর তীব্র প্রতিবাদ করেছে তৃণমূল ৷ এনিয়ে লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের মুখ্যমন্ত্রীর স্পষ্ট বলে দিয়েছেন, আমাদের রাজ্যে এনআরসি লাগু করা হবে না ৷ আজ নিশিকান্ত দুবে কোথায় কীভাবে জনসংখ্যা বাড়ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ আমরা তাঁর বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ করেছি ৷ লোকসভার অধ্যক্ষের কাছে আবেদন জানিয়েছি যে, তার বক্তব্য লোকসভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয় ৷”ঝাড়খণ্ডের গোড্ডা কেন্দ্রের সাংসদ নিশিকান্তের দাবি, বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীর সংখ্যা দিনে দিনে বাড়ছে ৷ তিনি বলেন, “আমাদের এখানে আদিবাসী কোটায় যে মহিলারা লোকসভা নির্বাচনে লড়ছেন, তাঁদের স্বামীরা সংখ্যালঘু সম্প্রদায়ের ৷” রাজ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের সংখ্যা বৃদ্ধি সম্পর্কে তিনি নিজের গোড্ডা লোকসভা কেন্দ্রের তথ্য তুলে ধরেন ৷ দুবে বলেন, “মধুপুর বিধানসভায় 266টি বুথে সংখ্যালঘু সম্প্রদায়ের জনসংখ্যা বেড়েছে 117 শতাংশ ৷ ঝাড়খণ্ডে কমপক্ষে এমন 25টি বিধানসভা আছে, যেখানে জনসংখ্যা 110 শতাংশ, 123 শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷ এটা দুশ্চিন্তার ৷”
Related Posts
শ্রীনগরের ঝিলম নদীতে নৌকাডুবি, মৃত ৪
শ্রীনগরে ঝিলম নদীতে নৌকাডুবির ঘটনায় এখনও পর্যন্ত চার জনের মৃত্যু হয়েছে। আহত ৩ জন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে ঝিলমের জলে এখনও নিখোঁজ আরও অনেকে। মঙ্গলবার সকালে শ্রীনগরের ঝিলম নদীতে বেশ কয়েক জন যাত্রী নিয়ে একটি নৌকা সওয়ার হয়েছিল। তবে মাঝনদীতে গিয়ে উল্টে যায় যাত্রীবোঝাই নৌকাটি। ওই নৌকাতে ছিল ১০ থেকে […]
অভিযুক্তকে গ্রেপ্তার করতে ঋষিকেশের AIIMS-এর জরুরি ওয়ার্ডে প্রবেশ করল পুলিশের গাড়ি
একটি ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে পুলিশ সদস্যরা তাদের গাড়ি সহ অভিযুক্তকে গ্রেপ্তার করতে মঙ্গলবার AIIMS ঋষিকেশের জরুরি ওয়ার্ডে প্রবেশ করেছে। আসলে, এক মহিলা চিকিৎসক পুলিশের কাছে শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন, তারপরেই অভিযুক্ত নার্সকে গ্রেপ্তার করতে চেয়েছিল পুলিশ। এই 26-সেকেন্ডের ক্লিপটিতে, একটি অ্যাকশন মুভির মতো, একটি পুলিশের গাড়িকে ভিড় জরুরী ওয়ার্ডের মধ্য দিয়ে যেতে দেখা যায়, রোগীদের […]
বন্দে ভারতেও দুর্নীতি! আর্থিক বেনিয়মের স্পষ্ট উল্লেখ ক্যাগ রিপোর্টে, অপচয় ৫৪ কোটি
দ্বারকা এক্সপ্রেসওয়ে তৈরি নিয়ে ক্যাগ তুলোধোনা করেছিল কেন্দ্রকে। আর্থিক বেনিয়মের উল্লেখ করে স্পষ্ট জানানো হয়, অনুমোদিত অর্থ বরাদ্দের তুলনায় প্রায় ১৪ গুণ বেশি টাকা খরচ করেছে মোদি সরকার। রিপোর্ট বলছে, ভারতমালা প্রকল্পে ওই এক্সপ্রেসওয়েতে এক কিলোমিটার রাস্তা তৈরিতে ১৮.২ কোটি টাকা অনুমোদন করেছিল মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি। কিন্তু জাতীয় সড়ক কর্তৃপক্ষ হঠাৎ প্ল্যান বদল করায় […]