যোগী রাজ্যে ২ কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। উত্তরপ্রদেশের ফারুখাবাদে একটি গাছে ঝুলন্ত অবস্থায় দুই কিশোরীর মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে। মৃতদের একজনের বয়স ১৮, অপর জন ১৫ বছর বয়সী। খুনের অভিযোগ তুলেছেন মৃতের পরিবার। মৃতের পরিবার জানান, জন্মাষ্টমী উপলক্ষে মন্দিরে একটি অনুষ্ঠানে গিয়েছিল মেয়ে তারা। বৃষ্টির কারণে সন্ধ্যায় অনুষ্ঠানে গিয়ে রাত ৯টায় বাড়ি ফিরে আসে। রাতে আবার তারা জন্মাষ্টমী অনুষ্ঠানে গিয়েছিল। রাত্রি ১টায় অনুষ্ঠান শেষ হয়। কিন্তু তারপরও তারা বাড়ি ফেরেনি। আমরা তাদের খোঁজাখুঁজি শুরু করি। মৃতের এক বাবার কথায়, “এক শিশু জানায়, তারা খালার বাড়িতে ঘুমিয়েছে। সেমত আমরা সেখানে গিয়েও তাদের কোনও খোঁজ পাইনি।” এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব৷
Related Posts
হাসপাতালে ভর্তি প্রবীণ বিজেপি নেতা উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী
অসুস্থ প্রবীণ বিজেপি নেতা এবং দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী ৷ বুধবার রাতেই দিল্লির এইমসে ভর্তি করানো হয়েছে তাঁকে ৷ হাসপাতাল সূত্রে খবর, বয়সজনিত সমস্যা নিয়েই ভুগছেন ৯৬ বছর বয়সী আডবাণী ৷ যদিও ঠিক কী সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে তা এখনও জানা যায়নি। হাসপাতালের পক্ষ থেকে তাঁর অসুস্থতা সম্পর্কে বিশেষ কোনও তথ্য জানানো […]
ত্রিপুরায় ভোট প্রচারে আসছেন মোদি-শাহ
ত্রিপুরার ২টো লোকসভা কেন্দ্রের একটাও কোনওভাবেই যাতে হাতছাড়া না হয় সেটা নিশ্চিত করতে আদাজল খেয়ে নেমেছে শাসক বিজেপি জোট। ১৯ এপ্রিল পশ্চিম ত্রিপুরা কেন্দ্রের ভোটের আগেই ত্রিপুরায় ছুটে আসছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মোদির আসার কথা ১৫ এপ্রিল, অমিত শাহ আসবেন ১০-এ। এমনটাই খবর বিজেপি সূত্রের। দুজনেই একজোড়া করে সভা […]
কুয়েতের অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ভারতীয়দের দেহ, শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করাচ্ছে কেন্দ্র
কুয়েতের অগ্নিকাণ্ডে নিহতদের অধিকাংশেরই দেহ পুড়ে ছাই হয়ে গিয়েছে। পরিস্থিতি এমন যে, দেহ দেখে তাঁদের শনাক্ত করাই কার্যত অসম্ভব হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। নিহত ভারতীয়দের দেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে কুয়েতে পৌঁছে গিয়েছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ। তিনি […]