উত্তরপ্রদেশের ফারুখাবাদে ২ কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার

যোগী রাজ্যে ২ কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। উত্তরপ্রদেশের ফারুখাবাদে একটি গাছে ঝুলন্ত অবস্থায় দুই কিশোরীর মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে। মৃতদের একজনের বয়স ১৮, অপর জন ১৫ বছর বয়সী। খুনের অভিযোগ তুলেছেন মৃতের পরিবার। মৃতের পরিবার জানান, জন্মাষ্টমী উপলক্ষে মন্দিরে একটি অনুষ্ঠানে গিয়েছিল মেয়ে তারা। বৃষ্টির কারণে সন্ধ্যায় অনুষ্ঠানে গিয়ে রাত ৯টায় বাড়ি ফিরে আসে। রাতে আবার তারা জন্মাষ্টমী অনুষ্ঠানে গিয়েছিল। রাত্রি ১টায় অনুষ্ঠান শেষ হয়। কিন্তু তারপরও তারা বাড়ি ফেরেনি। আমরা তাদের খোঁজাখুঁজি শুরু করি। মৃতের এক বাবার কথায়, “এক শিশু জানায়, তারা খালার বাড়িতে ঘুমিয়েছে। সেমত আমরা সেখানে গিয়েও তাদের কোনও খোঁজ পাইনি।” এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব৷

error: Content is protected !!