চিনে হড়পা বানে ভাঙল ব্রিজ, ভেসে গেল ২০টি গাড়ি, মৃত ১১, নিখোঁজ ৩০

বৃষ্টি এবং হড়পা বানে চিনে বিপত্তি। দুর্যোগের মাঝে সে দেশের শাংসি প্রদেশে ভেঙে পড়ল একটি ব্রিজ। দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে।চিনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের রিপোর্ট অনুযায়ী, শাংসি প্রদেশের ঝাশুই কাউন্টিতে ড্যানিং এক্সপ্রেসওয়েতে ব্রিজটি ভেঙে পড়ে নদীতে। সেখানে ভেসে যায় একাধিক গাড়ি। খোঁজ মিলেছে মাত্র পাঁচটির। উদ্ধার করা হয়েছে ১১টি মৃতদেহ। মনে করা হচ্ছে আরও প্রায় ২০টি গাড়ি ভেসে গিয়ে থাকতে পারে নদীতে। ৩০ জন যাত্রী নিখোঁজ বলেও খবর।স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা বেজে ৪০ মিনিট নাগাজ চিনের শাংসি প্রদেশে এই দুর্ঘটনাটি ঘটে। সে দেশের সরকারি সংবাদমাধ্যমগুলিতে এই দুর্ঘটনার একাধিক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে ব্রিজের একটি ভাঙা অংশ নদীতে পড়ে রয়েছে। এই দুর্ঘটনার জেরে উত্তর এবং মধ্য চিনের মধ্যে সংযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এই রুটে যান চলাচল ব্যাহত হয়েছে।

error: Content is protected !!