নিজের সব থেকে পছন্দের গৃহকোণ ছেড়ে চিরতরে চলে গেলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সংরক্ষণের পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হল তাঁর দেহ। লাল পতাকায় ঢাকা বুদ্ধবাবুর দেহ ঘিরে সহযোদ্ধারা তুললেন, ‘অমর রহে’ স্লোগান। বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটে পাম অ্যাভিনিউতে নিজের বাড়িতেই প্রয়াত হন বুদ্ধদেব ভট্টাচার্য। এবার আর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় দেননি তিনি। মৃত্যুর খবর পেয়ে একে একে তাঁর বাড়িতে পৌঁছন সিপিএম নেতারা। পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল সিভি আনন্দ বোস। বেলা বাড়লে সিপিএমের তরফে জানানো হয় বৃহস্পতিবার দেহ পিস ওয়ার্ল্ডে সংরক্ষণ করা হবে। শুক্রবার শেষ শ্রদ্ধা জানানো যাবে আলিমুদ্দিন স্ট্রিটে। বেলা ২টো নাগাদ ৫৯ নম্বর পাম অ্যাভিনিউর সরু দরজা দিয়ে বুদ্ধবাবুর দেহ বার করে আনেন বাম যুব নেতারা। গলায় লাল – সাদা মালা, বুকের ওপর রক্তপতাকা। সামনে দাঁড়িয়ে থাকা শববাহী শকটে তোলা হয় দেহ। এর পর ওঠে লাল সেলাম ও অমর রহে স্লোগান। বুদ্ধবাবুর দেহ নিয়ে মিছিল করে পিস ওয়ার্ল্ডে পৌঁছন দলের নেতা – কর্মীরা। এর পর পিস ওয়ার্ল্ডে রাখা হয় দেহ। গোটা রাস্তায় বুদ্ধবাবুর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য। রাস্তার ২ পাশে দাঁড়িয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানান অসংখ্য সাধারণ মানুষ।
Related Posts
বিজেপির বাংলা বনধ বাতিল চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা, বুধবার সকালে শুনানি
বিজেপি ডাকা বাংলা বনধ বাতিল করতে চেয়ে জনস্বার্থ মামলা হল কলকাতা হাইকোর্টে। জনজীবন স্বাভাবিক রাখতে পুলিশ ও প্রশাসনকে যথাযথ পদক্ষেপ করার আবেদনে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।আইনজীবী সঞ্জয় দাস মামলার অনুমতি চান, তাঁকে সেই মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে জনস্বার্থ মামলার অনুমতি দেন হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। মঙ্গলবার সময় […]
রাজ্য সরকারকে বিড়ম্বনায় ফেলতে জুনিয়র ডাক্তারদের উপর হামলার চক্রান্ত! স্বতঃপ্রণোদিত মামলা রুজু পুলিশের, গ্রেফতার ১
স্বাস্থ্যভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধরনার মাঝেই এবার প্রকাশ্যে বিস্ফোরক অডিয়ো ক্লিপ! সেই অডিয়ো ক্লিপ প্রকাশ্যে আসার পর এবার স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করল বিধাননগর পুলিশ কমিশনারেট। সেই মামলাতেই গড়ফার এক বাসিন্দাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম সঞ্জীব দাস ওরফে বুবলাই। শুধু তাই নয়, ডাক্তারদের ধরনাস্থল আরজি কর কাণ্ডের প্রতিবাদে স্বাস্থ্যভবনের সামনে ম্যারাথন ধরনায় জুনিয়র ডাক্তাররা। গতকাল, […]
দিদির ১০ শপথ: বিনামূল্যে ১০টি গ্যাস সিলিন্ডার, সবার মাথায় ছাদ, ১০ লক্ষের বিমা, মাসে ৫ কেজি চাল, মাসে ১০০০ করে বার্ধক্য ভাতা এবং লক্ষ্মীর ভান্ডার
রাজ্যে লোকসভা নির্বাচন শুরু হওয়ার মুখেই নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল তৃণমূল । কলকাতার তৃণমূল ভবনে এই ইস্তেহারে থাকা নানা প্রতিশ্রুতি ও মুখ্য বিষয়গুলি সাংবাদিক বৈঠকে তুলে ধরেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। সঙ্গে ছিলেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই ইস্তেহারে দশটি প্রতিশ্রুতিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ১০ শপথ হিসাবে দেশের মানুষের […]