আজ সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

সকাল ১১টা নাগাদ বাজেট বক্তৃতা শুরু। নরেন্দ্র মোদি তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটাই তাঁর সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। চলতি বছরের লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। ফলে কেন্দ্রে তৈরি হয়েছে এনডিএ জোটের সরকার। বিশেষজ্ঞদের একাংশের অনুমান, এর ফলে এবারের বাজেটে একাধিক চমক দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী কল্পতরু হতে পারেন বলেও মনে করা হচ্ছে। এই নিয়ে সংসদে সপ্তমবার বাজেট পেশ করেন নির্মলা। পর পর এতবার বাজেট পেশের রেকর্ড এর আগে ছিল মোরারজি দেশাইয়ের। 

error: Content is protected !!