গতকাল শুক্রবার পশ্চিমবঙ্গ-সহ দেশের ২১ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ছিল প্রথম দফার লোকসভা ভোট। বাদ যায়নি যোগীর রাজ্য উত্তরপ্রদেশও। ভোট হয়ে গিয়েছে মোরাদাবাদ কেন্দ্রে। মোরাদাবাদের বিজেপি বিধায়ক রীতেশ গুপ্তা জানিয়েছেন, আজ শনিবার হৃদরোগে আক্রান্ত হন লোকসভা ভোটে প্রার্থী কুনওয়ার সর্ভেস সিং। তাঁকে নিয়ে যাওয়া হয় দিল্লির এইমসে। কিন্তু শেষরক্ষা হয়। হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।
Related Posts
অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ভয়াবহ আগুন কোরবা এক্সপ্রেসে, পুড়ে ছাই তিনটি কামরা
সকালে ফের বড়সড় রেল দুর্ঘটনা। এদিন সকালে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ভয়াবহ আগুন লাগল কোরবা এক্সপ্রেসে। কোরবা থেকে আসা কোরবা-বিশাখাপত্তনম এক্সপ্রেসের তিনটি এসি কামরায় আগুন লেগে গিয়েছে বলে খবর। তিনটি কোচ থেকে নির্গত আগুনের লেলিহান শিখা আকাশ ছুঁতে শুরু করেছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। পৌঁছেছেন রেল আধিকারিকরাও। কীভাবে আগুন লেগেছে, তা […]
‘পশ্চিমবঙ্গে গুন্ডামি করছে বিজেপি’, গেরুয়া শিবিরকে আক্রমণ তেজস্বী যাদবের
পশ্চিমবঙ্গে বিজেপি গুন্ডামি করছে। অভিযোগ তুলে এবার সরব হলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। বৃহস্পতিবার পাটনায় পদ্ম শিবিরের বিরুদ্ধে তোপ দাগেন বিহারের বিরোধী দলনেতা। আরজেডি নেতার অভিযোগ, বাংলায় গুন্ডাগিরি করছে বিজেপি। দোকানবাজার থেকে জিনিসপত্র টেনে বার করা হচ্ছে। দোকান-বাজার থেকে জিনিসপত্র লুঠ করা হচ্ছে বলে অভিযোগ তেজস্বীর। লালু পুত্র আরও অভিযোগ, শান্তির পরিবেশ নষ্ট করতে চাইছে […]
ভোটের আগে রামলালার দর্শন করলেন প্রধানমন্ত্রী মোদির
লোকসভা নির্বাচনের প্রাচারের মধ্যেই আজ রামনগরী ‘অযোধ্যা’ পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এখানে তিনি প্রথমে রামলালাকে দেখেন এবং তারপর তাঁকে প্রণাম করেন। ভগবান শ্রী রামের দর্শন এবং পূজার পরে, এখন প্রধানমন্ত্রী মোদি একটি রোড শো করছেন, সেই সময় ইউপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও তাঁর রথে চড়তে দেখা গেছে।