খাস বারাণসীতে প্রধানমন্ত্রী মোদির গাড়ির উপরে উড়ে এলো চপ্পল!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তাতেই গলদ। তা-ও আবার তাঁর নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও-তে দেখা যাচ্ছে, মঙ্গলবার বারাণসীতে মোদীর বুলেট প্রতিরোধী গাড়ির উপরে উড়ে এসে পড়ছে একটি বস্তু। নেটাগরিকদের একাংশের মতে, বস্তুটি আর কিছু নয়, হাওয়াই চপ্পল। মঙ্গলবার সরকারি কর্মসূচিতে বারাণসী গিয়েছিলেন প্রধানমন্ত্রী। তৃতীয় বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর প্রথম বার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোদির কনভয় সে সময় বারাণসীর দশাশ্বমেধ ঘাটের দিক থেকে কেভি মন্দিরের উদ্দেশে যাচ্ছিল। সেই সময়ই তাঁর গাড়ি লক্ষ্য করে উড়ে আসে একটি বস্তু। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ৪১ সেকেন্ডের ভিডিয়োয় দেখা যাচ্ছে, ঠিক ১৯ সেকেন্ডের মাথায় মোদীর বুলেট প্রতিরোধী গাড়ির বনেটের উপর একটি জিনিস উড়ে এসে পড়ছে। এক নিরাপত্তা আধিকারিক দ্রুত সেই বস্তুটি সরিয়ে দিচ্ছেন। নেটাগরিক এবং স্থানীয়দের একাংশের মতে, জিনিসটি হাওয়াই চপ্পল। আবার উত্তরপ্রদেশ পুলিশের এক কর্তা নাম প্রকাশ না-করার শর্তে জানিয়েছেন, ওটি ছিল একটি মোবাইল। তবে বস্তুটি যা-ই হোক, এই ঘটনায় প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থায় যে গলদ ধরা পড়েছে, তা স্পষ্ট। ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, এই ঘটনার নেপথ্যে কোনও উদ্দেশ্য ছিল না।

error: Content is protected !!