পুলিশি অত্যাচার, তোলাবাজির বিরুদ্ধে প্রতিবাদে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছিল মুরগি বিক্রেতা ও পরিবহণ কর্মীদের ধর্মঘট। জানানো হয়েছিল চলবে অনির্দিষ্ট কালের জন্য। তবে ট্রেডার্সদের দফায় দফায় বৈঠক শেষে জানানো হল প্রশাসন আশ্বাস দিয়েছে মেদিনীপুরের ঘটনা আর পুনরাবৃত্তি ঘটবে না। সেই আশ্বাস পাওয়ার পরেই ব্যবসায়ী ও পরিবহণ কর্মীরা সিদ্ধান্ত নেন জনস্বার্থে ধর্মঘটের পথ থেকে তাঁরা সরে আসছেন। পূর্ব ঘোষণা মতোই বৃহস্পতিবার থেকে শুরু হয় ধর্মঘট। যদিও আজ, শুক্রবার সকাল থেকে টুকটাক প্রান্তিক বিক্রেতাদের কাছে থাকা অল্প বিস্তর মাল বিক্রি হয়েছে বাজারে। তবে গতকাল থেকে যে ধর্মঘট শুরু হয়েছিল তা চলতে থাকলে রেস্তোরাঁ ব্যবসা থেকে স্ট্রিট ফুডের দোকান ব্যবসায় প্রভাব পড়ত। তবে শেষমেশ সেই পথ থেকে সরে এল ট্রেডার্স ও পরিবহণ কর্মীরা। নর্থ অ্যান্ড সাউথ কলকাতা পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অমর ঘোষ বলেন, “আমরা ধর্মঘট চালিয়ে যাব কি না, সেনিয়ে বৈঠক করি। সকল সদস্য একমত হন। তবে প্রশানের আশ্বাস মিলেছে আর মেদিনীপুরের ঘটনা পুনরাবৃত্তি হবে না। তাই সিদ্ধান্ত নেওয়া হল ধর্মঘট থেকে সরে দাঁড়ানো। সপ্তাহ খানেক আগে মেদিনীপুরের বেলদা থানা এলাকায় মুরগি নিয়ে আসা গাড়ির চালকের থেকে তোলাবাজি টাকা চায়। সেটা দিতে না-পাড়ার কারণে চালককে বেধড়ক মারধর করেন পুলিশ কর্মীরা বলেই অভিযোগ। আর সেই ঘটনার প্রতিবাদে পুলিশি জুলুম বন্ধ করা, তোলাবাজি বন্ধ করার দাবিতে ধর্মঘট যাওয়ার সিদ্ধান্ত নেয় মুরগি বিক্রেতা ও পরিবহণ কর্মীরা। ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের তরফে এই ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হলেও ফেডারেশন শুরু থেকেই ধর্মঘটের বিরোধীতা করে আসছিল। ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফেডারেশনের তরফে মদন মোহন মাইতি জানিয়েছিলেন, ক্ষোভ-বিক্ষোভ ঠিক আছে তবে সাধারণ মানুষ অসংখ্য ব্যবসায়ীকে সমস্যায় ফেলে ধর্মঘটের পথে যাওয়া ঠিক নয়।”
Related Posts
বামফ্রন্ট সরকারের শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান
প্রয়াত বামফ্রন্ট সরকারের শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা ১১ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। আজ, বৃহস্পতিবার সকালে বুদ্ধদেবের মৃত্যুর খবর জানান তাঁর সন্তান সুচেতন ভট্টাচার্য। সকালে বুদ্ধদেব ভট্টাচার্য প্রাতঃরাশ করেছিলেন। তার পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। […]
প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং নির্যাতিতার ৪ সহকর্মী সহ ৬ জনের পলিগ্রাফ টেস্টের আবেদন শিয়ালদহ আদালতে
আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন মামলায় এবার প্রাক্তন অধ্যক্ষের গোপন জবানবন্দি নিল আদালত। বৃহস্পতিবার দুপুরে শিয়ালদহ আদালতে নিয়ে আসা হয় আর জি করের প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষকে। কড়া নিরাপত্তা ছিল তাঁর জন্য। এর পর আদালতে গোপন জবানবন্দি দেন সন্দীপবাবু। সেদিনের ঘটনা নিয়ে কী জানেন প্রাক্তন অধ্যক্ষ, তা আদালতকে জানিয়েছেন তিনি। এছাড়া তাঁর […]
শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সতর্কতা, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা
আজও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা, বাংলা ও ওড়িশায়। দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শনি ও রবিবার। ভারী বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত। কলকাতাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস। নিম্নচাপ ক্রমশ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত। ঝাড়খন্ড থেকে সরে উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরো সরে রাজস্থান হয়ে গুজরাট পৌঁছবে। […]