নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে শুক্রবার দিল্লিতে উড়ে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে দিল্লি গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। দিল্লিতে উড়ে যাওয়ার আগে বাজেট, বাংলা ভাগের পক্ষে বিজেপি নেতাদের পক্ষে সওয়াল-সহ একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী। দিল্লি উড়ে যাওয়ার আগে বাজেট প্রসঙ্গে মমতা বলেন, “বাজেটে যেভাবে বাংলা-সহ বিজেপি বিরোধী দল শাসিত রাজ্যগুলিকে বঞ্চিত করা হয়েছে তা মেনে নিতে পারছি না”। কেন্দ্রে এনডিএ সরকারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে নীতীশের জেডিইউ এবং চন্দ্রবাবুর টিডিপি। তার পুরস্কারও পেয়েছেন তাঁরা। অন্ধ্রপ্রদেশ এবং বিহারকে বাজেটে বিপুল সাহায্যের প্রস্তাব দেওয়া হয়েছে।সেই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি বিধায়ক নিশিকান্ত দুবের বাংলা ভাগের পক্ষে সওয়াল নিয়েও মুখ খোলেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, “বাংলাকে ভাগ করার চক্রান্ত। টুকরো টুকরো করার পরিকল্পনা। সংসদ থেকে বাংলাকে ভাগ করার কথা বলছে। বাংলা ভাগ মনে দেশ ভাগ। সেই জন্য ভয়েস রেকর্ড করতে দিলে করব, না হলে প্রতিবাদ করব”। মুখ্যমন্ত্রী এও বলেন, “ওরা বাংলাকে বিভিন্ন দিক থেকে চাপে অবরুদ্ধ করার চেষ্টা করছে। বাজেটে বঞ্চনা করেছে। রাজ্যের টাকা আটকে রাখছে। এমনকী বাংলাকে ভাঙার চক্রান্ত করা হচ্ছে। বাংলা ভাগের কথা বলছেন খোদ কেন্দ্রের মন্ত্রী। বিজেপির (BJP) নেতারাও রাজ্য ভাগের চক্রান্ত করছে। আমরা এর তীব্র নিন্দা করছি। এই চক্রান্ত মেনে নেওয়া হবে না। বাংলা ভাগ মানেই ভারত ভাগ। এই চক্রান্ত মানা হবে না। এই পরিস্থিতিতে প্রতিবাদ জানানোর মঞ্চ নীতি আয়োগ। আমি যাব, কিছুক্ষণ থাকব। বলতে দিলে বলব। না হলে বেরিয়ে চলে আসব।”
Related Posts
আরজি কর হাসপাতালের ঘটনায় রবিবার পথে নামছে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা
মিছিলের ডাক দিল পশ্চিমবঙ্গ জুনিয়র চিকিৎসক মঞ্চ ৷ প্রায় ২৫টি মেডিক্যাল কলেজ সম্মিলিত হয়ে নতুন এই মঞ্চ গড়ে তুলল শনিবার ৷ এই মঞ্চ রবিবার একটি মহামিছিলের ডাক দিয়েছে ৷ আরজি করে নিহত মহিলা চিকিৎসকের জন্য ন্যায় বিচারের দাবিতে ১৮ অগস্ট, দুপুর 1টায় কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত এই মহামিছিল হবে ৷ ‘আমার দিদির ন্যায় বিচার, […]
ED Raid South Point School: বেসরকারি স্কুলে কোটি কোটি টাকার তছরুপ অভিযোগে শহর জুড়ে তল্লাশি অভিযান ইডির
ঙ্গলবার সকাল থেকে শহর জুড়ে একাধিক জায়গায় ল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। এদিন সাতসকালে ইডির গন্তব্য ছিল কলকাতার প্রখ্যাত একটি বেসরকারি স্কুল। স্কুলের প্রশাসকের বিরুদ্ধে উঠেছে আর্থিক তছরূপের অভিযোগ। জানা গিয়েছে, ওই ইংরেজি মাধ্যম স্কুলেরই কৃষ্ণ দামানি নামক এক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে। অভিযোগ স্কুলের অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা সরানো হয়েছে একটি বেসরকারি […]
এদিনও সেই লাইভ স্ট্রিমিংয়ের দাবি, কাটল না জট! আজও কালীঘাটে হল না মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক
ভিডিও জটে নির্ধারিত সময়ের ২ ঘণ্টা পরেও কালীঘাটে বৈঠক শুরু হল না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের বাইরে প্রায় ২ ঘণ্টা অপেক্ষা করেন জুনিয়র ডাক্তাররা। বাড়ির মধ্যেই অপেক্ষা করতে থাকেন মুখ্যমন্ত্রী। শেষপর্যন্ত বাড়ি থেকে বেরিয়ে এসে জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলেন। ‘হাতজোড়’ করে জুনিয়র ডাক্তারদের বৃষ্টিতে না ভেজার অনুরোধ করেন। এদিন রাতে বৈঠকের শুরুতেই লাইভ স্ট্রিমিংয়ের […]