বিধানসভা উপ নির্বাচনে জয়ী দুই তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেনের শপথগ্রহণ ঘিরে জটিলতা চলছেই। বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘রাজ্যপাল কেন ওঁদের শপথ নিতে দিচ্ছেন না? কেন রাজভবনে যেতে হবে? কেন বিধানসভায় শপথ নিতে পারবেন না? রাজভবনে যা চলছে, মেয়েরা ওখানে যেতে ভয় পাচ্ছে!’’ নব নির্বাচিত দুই বিধায়কের শপথগ্রহণ নিয়ে জটিলতা অব্যাহত। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে পাশে পেলেন দুই বিধায়ক।বিধানসভার স্পিকার বলেন, “রাজভবন আমাদের সাথে যোগাযোগ করেনি। নির্বাচিত জনপ্রতিনিধিরা আমাকে জানিয়েছেন তাঁরা আজ বিধানসভায় থাকবে। তাঁরা এসেছেন”। সেই সঙ্গে রাজভবনে শপথ নেওয়া নিয়ে তিনি বলেন, “রাজ্যপাল মনে হচ্ছে চ্যালেঞ্জ দিচ্ছেন। শপথ গ্রহণের উপযুক্ত জায়গা বিধানসভা”। বরানগরে বিধানসভা উপনির্বাচনে জয়ী হয়েছেন সায়ন্তিকা, ভগবানগোলা কেন্দ্রে জয়ী হয়েছেন রায়াত।
Related Posts
‘জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কোনও কুমন্তব্য নয়’, দলের মুখপাত্রদের এবার সতর্ক করে দিল তৃণমূল নেতৃত্ব
‘জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কোনও বিরূপ মন্তব্য নয়’। দলের মুখপাত্রদের এবার সতর্ক করে দিল তৃণমূল নেতৃত্ব। বলা হল, ‘মুখ্যমন্ত্রীর বক্তব্যকে মেনে অবস্থান নিন। গতকাল নবান্নে চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য মাথায় রাখুন’। সূত্রের খবর তেমনই। আরজি কর কাণ্ডে বিপাকে সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশেও থামছে মা আন্দোলন! কাজে যোগ দেওয়া তো দূর, স্বাস্থ্য ভবনের সামনের অবস্থান বিক্ষোভে জুনিয়র ডাক্তাররা। […]
আরজিকরে ফের বিনা চিকিত্সায় রোগীর মৃত্যু অভিযোগ, ‘আমার ছেলেটাকে ওরা বিনা চিকিৎসায় মেরে ফেলল’!
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক যেদিন ভেস্তে গেল, সেদিনই ফের ‘বিনা চিকিত্সা’য় রোগীর মৃত্যু! আবার সেই আরজি করেই। জানা দিয়েছে, মৃতের নাম নন্দ বিশ্বাস। বাড়ি, নদীয়ার গিলা পোল এলাকায়। গত মঙ্গল জ্বর নিয়ে আরজি করে ভর্তি হয়েছিলেন তিনি। কিন্তু তেমনভাবে কোনও পরিষেবা পাননি বলে অভিযোগ। পরিবারের লোকেদের দাবি, বৃহস্পতিবার সকাল থেকেই অবস্থার অবনতি হয় […]
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানি মামলায় ১১ কোটি দাবি রাজ্যপাল সিভি আনন্দ বোসের!
সম্মানহানি প্রমাণিত হলে ১১ কোটি টাকা দেওয়ার আবেদন রাজ্যপালের। এমনকি, ১১ কোটির পাশাপাশি কোর্ট ফি বাবদ ৫০ হাজার টাকাও দেওয়ার আবেদন রাজ্যপালের। মুখ্যমন্ত্রী সহ ৪ জনের বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলায় এই আবেদন করেছেন রাজ্যপাল। যদিও মুখ্যমন্ত্রীর কোনও মন্তব্যের জেরে রাজ্যপালের মানহানি হওয়ার কোনও জায়গা নেই। দাবি করেছেন মুখ্যমন্ত্রীর আইনজীবী। আজ একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ […]