‘মেডিক্য়াল কলেজেই যদি চিকিত্সকদেরই নিরাপত্তা না থাকে, তাহলে বাবা-মায়ের মেয়েদের কীভাবে বাইরে পড়তে পাঠাবেন? আরজি কর কাণ্ডে এবার সরব রাহুল গান্ধী। তাঁর মতে, ‘হাথরাস থেকে উন্নাও এবং কাটুয়া থেকে কলকাতা নারীর নির্যাতনের ঘটনা বেড়ে চলেছে। প্রত্যেকটি রাজনৈতিক দল ও সমাজ প্রতিটি স্তরে এই বিষয়ে গুরুত্ব সহকার আলোচনা হওয়া দরকার’। আরজি কর কাণ্ডে উত্তাল গোটা দেশ। কলকাতা হাইকোর্টের নির্দেশে তরুণী চিকিত্সককে ধর্ষণ ও খুনের তদন্তে নেমেছে সিবিআই। অভিযুক্ত সঞ্জয় রায়কে নিজেদের হেফাজতে নিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। খুন ও ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে দিল্লিতে। এক্স হ্য়ান্ডেলে রাহুল লিখেছেন, ‘আমি নির্যাতিতার পরিবারে পাশে আছি। যেকোনও মূল্য়েই তাঁদের ন্যায়বিচার পাওয়া উচিত এবং দোষীদের এমন শান্তি হওয়া উচিত, যাতে সমাজের কাছে সেটা দৃষ্টান্ত হয়ে থাকে’। তাঁর প্রশ্ন, ‘নির্ভয়াকাণ্ডের পর যে কড়া আইন তৈরি করা হয়েছে, সেই আইনও কেন এই ধরণের অপরাধ রুখতে ব্যর্থ হচ্ছে’? এৃর আগে, যেদিন নিহত চিকিত্সকের বাড়িতে যান মুখ্যমন্ত্রী, সেদিন আরজিকর কাণ্ডে সোচ্চার হন প্রিয়াঙ্কার গান্ধী। কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এক্স হ্যান্ডেলে কংগ্রেস নেত্রী লেখেন, ‘আরজি কর মেডিক্যাল কলেজে একজন শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনা মর্মান্তিক। কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা দেশে একটি বড় সমস্যা। এই সমস্যা সমাধানের জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজন। আমি রাজ্য সরকারের কাছে এই বিষয়ে দ্রুত এবং কঠোরতম পদক্ষেপ গ্রহণ করার আবেদন জানাচ্ছি। নিহত ওই চিকিৎসকের পরিবার এবং তাঁর সহকর্মীদের ন্যায়বিচারের দাবি নিশ্চিত করার অনুরোধ করছি’।
Related Posts
আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের বিশেষ বিচারক নিয়ায় বিন্দু এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেন ৷ তবে আদালতের শর্ত অনুযায়ী, কেজরিওয়াল সাক্ষীদের উপর প্রভাব খাটাতে পারবেন না এবং তদন্তকে কোনওভাবে প্রভাবিত করতে পারবেন না ৷ বিচারক আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে আরও […]
উত্তরপ্রদেশে গণধর্ষণের পর আত্মহত্যা, পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ
আর জি কর, উত্তরাখণ্ড, বদলাপুর, অসম। একের পর এক ধর্ষণ, যৌননিগ্রহের ঘটনায় দেশের নানা প্রান্তে জারি বিক্ষোভ। এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের আম্বেদকর নগরে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল ৩জনের বিরুদ্ধে। পরে লজ্জায় আত্মহত্যা করে ওই নির্যাতিতা। এই ঘটনায় মারাত্মক নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে যোগীরাজ্যের পুলিসের বিরুদ্ধে। নির্যাতিতার বাবার দাবি, প্রথমে পুলিস গণধর্ষণের মামলাই দায়ের করতে চায়নি। মূল ঘটনা […]
নিট নিয়ে সরব হতেই সংসদে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মাইক অফ!
নিট ইস্যুতে উত্তাল লোকসভা। বিরোধীরা এই মর্মে আলোচনার দাবিতে শুক্রবার সকাল থেকেই সরব হন। হইহট্টগোলের মধ্যে দুপুর ১২টা পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার ওম বিড়লা। পরে অধিবেশন শুরু হলে ফের বিক্ষোভ দেখান বিরোধীরা। বাধ্য হয়ে গোটা দিনের জন্যই অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। এই মর্মে সকাল থেকেই সুর চড়ান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। […]