আরজি করের প্রাক্তন অধ্যক্ষ ডঃ সন্দীপ ঘোষকে ৮ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিল আদালত

সোমবার রাতেই সিবিআই গ্রেফতার করেছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। টানা ১৫ দিন সিজিও কমপ্লেক্সে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হওয়ার পর অবশেষ ২ সেপ্টেম্বর আরজি করে আর্থিক অনিয়মের মামলায় সিবিআই-এর হাতে গ্রেফতার সন্দীপ। মঙ্গলবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে নিয়ে আসা হয় তাঁকে। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা এবং সিবিআই আধিকারিক বেষ্টিত হয়ে এদিন সিজিও কমপ্লেক্স থেকে আদালতের উদ্দেশ্যে রওনা দেয় সন্দীপ। কোনরকমর ভিড় ঠেলে সন্দীপকে নিয়ে আদালতের ভিতরে প্রবেশ করেন সিবিআই আধিকারিকেরা। প্রাক্তন অধ্যক্ষের সঙ্গেই সোমবার সিবিআই গ্রেফতার করে আরও তিনজনকে। গ্রেফতার হয় সন্দীপের নিরাপত্তারক্ষী আফসার আলি। এছাড়া আরজি করে চিকিৎসার সরঞ্জাম সরবরাহকারী ব্যবসায়ী বিপ্লব সিংহ এবং এক ওষুধের দোকানের মালিক সুমন হাজরা। চারজনকেই মঙ্গলবার আলিপুর সিবিআই বিশেষ আদালতে তোলা হয়েছে। আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় চার অভিযুক্তের ১০ দিনের হেফাজত চেয়ে আদালতে আবেদন জানায় কেন্দ্রীয় সংস্থা। আদালত ৮ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে।

error: Content is protected !!