মালয়ালম চলচ্চিত্র জগতে আলোড়ন ফেলেছে হেমা-কমিটি রিপোর্ট। তার জেরে অস্বস্তিতে কেরালার CPIM সরকার। এ নিয়ে বিজয়ন সরকারকে একহাত নিলেন BJP-র জেপি নাড্ডাও। হেমা-কমিটির রিপোর্টে উল্লেখ করা হয়েছে কী ভাবে কর্মক্ষেত্রে হেনস্থা, লিঙ্গ বৈষম্য এবং মহিলাদের উপর নির্যাতনের মতো ঘটনা ঘটে। যা তীব্র বিতর্ক তৈরি করেছে মালয়ালম চলচ্চিত্র জগতে। BJP-র সর্বভারতীয় সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার অভিযোগ, কেরালার CPIM নেতারাই এই ধরনের ঘটনায় জড়িত। সংবাদসংস্থাকে দেওয়া একটি সাক্ষাৎকারে জেপি নাড্ডা প্রশ্ন তোনে, ‘হেমা কমিটির রিপোর্ট প্রকাশ হওয়ার পরেও ন্যায়বিচার পেতে এত দেরি হচ্ছে কেন? কেন নিশ্চুপ কেরালা সরকার? কীসের ভয় আপনাদের? আসলে আপনারাই এই হেনস্থার সঙ্গে জড়িত।’ কেরালার মুখ্যমন্ত্রীর উদ্দেশে জেপি নাড্ডার প্রশ্ন, ‘হেমা-কমিটি রিপোর্ট স্পষ্টভাবে জানাচ্ছে কেরালার CPIM নেতারাই এই ঘটনার সঙ্গে জড়িত। মুখ্যমন্ত্রীর প্রকাশ্যে এই নিয়ে বিবৃতি দেওয়া প্রয়োজন। রবিবার কেরালার পালাক্কাড়ে একটি জনসভা থেকে এভাবেই হেমা-কমিটি রিপোর্ট নিয়ে সরব হতে দেখা যায় জেপি নাড্ডাকে। একটি হাই প্রোফাইল যৌন নিগ্রহের ঘটনায় ২০১৭ সালে তৈরি করা হয় হেমা কমিটি। কেরালা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি কে হেমার নেতৃত্বাধীন এই কমিটি ২০১৮ সালে মামলার তদন্ত করলেও সেই রিপোর্ট প্রকাশিত হয়েছে চলতি বছর। মালয়ালম সিনেমার এক অভিনেত্রীকে অপহরণ করে চলন্ত গাড়িতে যৌন হেনস্থার অভিযোগ ওঠে পাঁচ জনের বিরুদ্ধে। সেই ঘটনা তোলপাড় ফেলে দিয়েছে মালয়ালম সিনে জগতে। একের পর এক অভিনেতার বিরুদ্ধে যৌন নিগ্রহের বিস্ফোরক অভিযোগে সরব হয়েছেন কলাকুশলীরা। ধর্ষণের মামলা রুজু হয়েছে অভিনেতা ও সিপিএম বিধায়ক এম মুকেশের বিরুদ্ধে। তাঁর ইস্তফা চেয়ে সরব বিরোধীরা। যদিও এখনই তাঁকে পদত্যাগের পরামর্শ দেয়নি CPIM। দলের রাজ্য সম্পাদক এমভি গোবিন্দন জানিয়েছেন, ‘ন্যাশনাল ইনলেকশন ওয়াচ রিপোর্ট’-র তথ্যে উঠে এসেছে দেশের ১৬ জন সাংসদ এবং ১৩৫ জন বিধায়কের নামে মহিলাদের বিরুদ্ধে অপরাধের মামলা আছে। তাঁদের মধ্যে কেউ BJP নেতা, কেউ আবার কংগ্রেসের। TDP-র অনেকেও অভিযুক্ত। কেউই ইস্তফা দেয়নি।
Related Posts
যাবজ্জীবন সাজা থেকে মুক্তি, খুনের মামলায় হাইকোর্টের নির্দেশে স্বস্তিতে রাম রহিম
হাইকোর্টের নির্দেশে বড় স্বস্তি পেলেন ডেরা সচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিম। ২২ বছর আগে নিজের ম্যানেজারকে খুনের মামলায় রাম রহিমকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল সিবিআই আদালত। সেই মামলাতেই এবার হাইকোর্টের নির্দেশে রেহাই পেলেন স্বঘোষিত ধর্মগুরু। মঙ্গলবার রাম রহিম-সহ মোট ৫ জনকে এই মামলায় বেকসুর খালাস করেছে আদালত। এঁদের মধ্যে এক জনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। […]
ফের ‘ম্যান মেড’ বন্যার অভিযোগ মমতার, কথা বললেন হেমন্ত সোরেনের সঙ্গে
বাংলার বেশ কিছু জায়গায় প্লাবিত হয়েছে৷ তারই মধ্যে ঝাড়খণ্ডের তেনুঘাট থেকে জল ছাড়া হচ্ছে৷ এর ফলে পশ্চিমবাংলার বেশ কিছু জায়গার বন্যা পরিস্থিতি আরও আবনতি হওয়ার আশঙ্কা রয়েছে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘‘এইমাত্র আমি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে কথা বলেছি৷ তার সঙ্গে এই বন্যা পরিস্থিতি নিয়ে কথাও বলেছি৷ আমি ওঁর সঙ্গে […]
অগ্নিগর্ভ বাংলাদেশ! ঢাকায় অনির্দিষ্টকালের জন্য বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়া
রেল, সড়কের পর এবার আকাশ পথেও বিচ্ছিন্ন ভারত ও বাংলাদেশ। ঢাকায় পরিষেবা অনির্দিষ্টকালের জন্য় বন্ধ করার সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়া। সংস্থার তরফে এক বিবৃতিতে জানানো হল, ‘পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। যাত্রী ও ক্রু-দের নিরাপত্তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ’। দেশজুড়ে তুমুল বিক্ষোভ। বাংলাদেশে প্রধানমন্ত্রীর বাসভবন এখন জনতার দখলে। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে চলে এসেছেন […]