শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আসনা, গুজরাত উপকূল এলাকা থেকে সরানো হল স্থানীয়দের

কয়েকদিনের টানা বৃষ্টিতে গুজরাতে জন জীবন বিপন্ন। জলের তলায় ভাসছে ভাদোদরা, জামনগর সহ বিস্তীর্ণ এলাকা। বিশ্বামিত্রী নদীর জল বিপদসীমা ছাড়িয়ে যাওয়ায় বন্যা পরিস্থিতি শহরের বিভিন্ন এলাকায়। শুরু তাই নয় নদীর কুমির জমা জলে চড়ে বেরাচ্ছে। আবার কখনও বাড়ির ছাড়ে তো এখনও বাড়ির উঠোনে এসে উপস্থিত হচ্ছে বিশালাকার সরীসৃপ জীব। ভাদোদরায় কুমিরের উৎপাতের নানা ভিডিয়ো উঠে আসছে সোশ্যাল মিডিয়ায়। প্রাণ হাতে নিয়ে বাড়ির বাইরে বের হতে হচ্ছে স্থানীয়দের। এরই মাঝে গুজরাটে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। কচ্ছ উপকুলে  ঘূর্ণিঝড় ‘আসনা’ আছড়ে পড়ার পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দফতর। আইএমডি জানাচ্ছে, আসনার দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে রাজ্যজুড়ে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবের আশঙ্কায় আগেভাগেই প্রায় ১,৮০০০ স্থানীয়কে উপকূলবর্তী এলাকা থেকে সরিয়ে সুরক্ষিত জায়গায় আনা হয়েছে। এদিকে গত চার দিনে টানা বৃষ্টিতে গুজরাটে ৩২ জনের মৃত্যু হয়েছে। বন্যা কবলিত এলাকা থেকে ১,২০০ জনকে উদ্ধার করা হয়েছে। বৃষ্টির চোখ রাঙানি দূর হতে না হতেই দোসর হয়ে আসছে ঘূর্ণিঝড়। তাই প্রাণহানি এড়াতে প্রশাসনের তরফে আগে থেকে উপকূল অঞ্চল থেকে স্থানীয়দের সরিয়ে আনা হয়েছে।

error: Content is protected !!