কয়েকদিনের টানা বৃষ্টিতে গুজরাতে জন জীবন বিপন্ন। জলের তলায় ভাসছে ভাদোদরা, জামনগর সহ বিস্তীর্ণ এলাকা। বিশ্বামিত্রী নদীর জল বিপদসীমা ছাড়িয়ে যাওয়ায় বন্যা পরিস্থিতি শহরের বিভিন্ন এলাকায়। শুরু তাই নয় নদীর কুমির জমা জলে চড়ে বেরাচ্ছে। আবার কখনও বাড়ির ছাড়ে তো এখনও বাড়ির উঠোনে এসে উপস্থিত হচ্ছে বিশালাকার সরীসৃপ জীব। ভাদোদরায় কুমিরের উৎপাতের নানা ভিডিয়ো উঠে আসছে সোশ্যাল মিডিয়ায়। প্রাণ হাতে নিয়ে বাড়ির বাইরে বের হতে হচ্ছে স্থানীয়দের। এরই মাঝে গুজরাটে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। কচ্ছ উপকুলে ঘূর্ণিঝড় ‘আসনা’ আছড়ে পড়ার পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দফতর। আইএমডি জানাচ্ছে, আসনার দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে রাজ্যজুড়ে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবের আশঙ্কায় আগেভাগেই প্রায় ১,৮০০০ স্থানীয়কে উপকূলবর্তী এলাকা থেকে সরিয়ে সুরক্ষিত জায়গায় আনা হয়েছে। এদিকে গত চার দিনে টানা বৃষ্টিতে গুজরাটে ৩২ জনের মৃত্যু হয়েছে। বন্যা কবলিত এলাকা থেকে ১,২০০ জনকে উদ্ধার করা হয়েছে। বৃষ্টির চোখ রাঙানি দূর হতে না হতেই দোসর হয়ে আসছে ঘূর্ণিঝড়। তাই প্রাণহানি এড়াতে প্রশাসনের তরফে আগে থেকে উপকূল অঞ্চল থেকে স্থানীয়দের সরিয়ে আনা হয়েছে।
Related Posts
মহারাষ্ট্রে বিরোধীদের ‘মুখ্যমন্ত্রীর মুখ’ উদ্ধব!
বছরের শেষেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। লোকসভা নির্বাচনে বিজেপি জোটকে কার্যতই উড়িয়ে দিয়েছে বিরোধী মহা বিকাশ আগাড়ি। ৪৮ আসনের মধ্যে আগাড়ির দখলে এসেছে ৩০ আসন। এই পরিস্থিতিতে উৎসাহে ফুটছে বিরোধীরা। কিন্তু শোনা যাচ্ছিল, নির্বাচনের প্রস্তুতিপর্বের শুরুতেই হোঁচট খেয়েছে তারা। মুখ্যমন্ত্রীর মুখ কে হবেন? সেটাই নাকি আসল সমস্যার কারণ। কিন্তু বুধবার শরদ পওয়ার জানিয়ে দিলেন, কে মুখ্যমন্ত্রীর […]
ফের ধস জম্মু-কাশ্মীরে, একাধিক বাড়ি ও রাস্তায় ফাটল
ফের ধস নামল জম্মু-কাশ্মীরে। কাশ্মীরের রামবান জেলার পেরনোট এলাকায় ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্থ একাধিক বাড়ি, গুরুত্বপূর্ণ রাস্তা, বিদ্যুতের খুঁটি। একাধিক বাড়ি ও রাস্তায় বিপজ্জনক ফাটল ধরেছে। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় পেরনোট গ্রামে বাড়ি ও রাস্তাঘাটে ফাটল দেখা দিতে শুরু করে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়দের ইতিমধ্যেই প্রশাসনের তরফে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পর্যটকেরা […]
ষষ্ঠ দফাতে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট পড়ল ৫৮.৮২ শতাংশ, বাংলায় প্রায় ৭৮.১৯ শতাংশ
লোকসভা নির্বাচনের ষষ্ঠ ধাপে, 7টি রাজ্য এবং 1টি কেন্দ্রশাসিত অঞ্চলের 58টি আসনে শনিবার সন্ধ্যা 6 টায় ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৫৮টি আসনে ৫৮.৮২% ভোট পড়েছে। সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে ৭৮.১৯% এবং জম্মু ও কাশ্মীরে সর্বনিম্ন ৫১.৪১%। পাঁচ দফায় ৪২৯টি আসনে ভোট হয়েছে। শেষ ৫৬টি আসনে ভোট হবে […]