আরজি কর-কাণ্ডে এবার সামনে সন্দীপ ঘোষের সই সম্বলিত বিস্ফোরক চিঠি! ট্রেইনি ডাক্তারের ধর্ষণ-খুনের ঘটনার পরদিনই হাসপাতালে সংস্কার করতে চেয়ে পূর্ত দফতরে চিঠি আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। সন্দীপ ঘোষের সই সম্বলিত সেই চিঠি সামনে আসতেই জোর চাঞ্চল্য ছড়িয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ৯ অগাস্ট আরজি করের সেমিনাম রুম থেকে ট্রেইনি ডাক্তারের অর্ধনগ্ন দেহ উদ্ধারের পর দিন ১০ অগাস্ট-ই অর্থাত্ ধর্ষণ ও খুনের দ্বিতীয় দিনেই ঘটনার জায়গায় মানে ‘ক্রাইম সিনে’ নির্মাণকাজ করতে চেয়ে চিঠি দিয়েছেন খোদ আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। চিঠিতে এও বলা হয়েছে যে, স্বাস্থ্যভবনের সম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০ অগাস্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি এবং মেডিক্যাল এডুকেশনের ডিরেক্টরের সঙ্গে আরজি করের বোর্ড রুম মিটিংয়েই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাত্ সন্দীপের নির্দেশেই শুরু হয় ‘সংস্কার’! আর এই চিঠি সামনে আসার পরই ‘মিথ্যাচার’-এর অভিযোগে সরব বিরোধীরা। ইতিমধ্যেই এই চিঠি নিয়ে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ও পুলিশকে নিশানা করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বিজেপি নেতা অমিত মালব্য।
Related Posts
ভুয়ো পরীক্ষার্থী রুখতে মাধ্যমিকের রেজিস্ট্রেশনে গাইডলাইন জারি পর্ষদের
মাধ্যমিকের রেজিস্ট্রেশন ত্রুটি মুক্ত করতে এবার গাইডলাইন প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। সেখানে স্কুলগুলিকে একাধিক কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে। সূত্রের খবর, ভুয়ো পরীক্ষার্থী রুখতে এই পদক্ষেপ নিয়েছে পর্ষদ। সোমবার, ১৫ জুলাই থেকে শুরু হয়েছে মাধ্যমিকের জন্য অনলাইন রেজিস্ট্রেশন। পর্ষদের কর্তা-ব্যক্তিদের দাবি, গত বছরের অফলাইন রেজিস্ট্রেশনে একাধিক ত্রুটি ধরা পড়েছিল। সেখানে দেখা যায়, বহু স্কুল অন্য শিক্ষা […]
মুখ্যমন্ত্রীর উদ্যোগে এবার ‘বাংলার শাড়ি’ অনলাইন পোর্টাল
পশ্চিমবাংলায় পালাবদলের পর বিভিন্ন হাতের কাজ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প-পণ্যকে বাজারজাত করার জন্য উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, বাংলার ঐতিহ্যের এইসব পণ্যের গুণমান ও হেরিটেজের কথা ভেবে জিআই (জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন) ট্যাগ পেতে উদ্যোগও নেওয়া হয়। তাতে সাফল্যও মিলেছে। এই সাফল্যের তালিকায় আছে বাংলার বিভিন্ন শাড়ির জিআই ট্যাগ প্রাপ্তি। এর সুফল ভোগ করছেন […]
নিউটাউনে এনআইএ কর্তার বাড়িতে ৫২ মিনিটের বৈঠক করেছেন জিতেন্দ্র, টাকার লেনদেন, দাবি কুণালের
রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেন, বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে এনআইএ এসপি ধনরাম সিংয়ের ৫২মিনিটের বৈঠক হয়েছে ৷ এই এনআইএ এসপি’র বিরুদ্ধে তদন্ত করুক পুলিশ, দাবি কুণালের ৷ তৃণমূল মুখপাত্রের দাবি, ভোটের আবহে অভিযোগ, নিউটাউনে এনআইএ-এর এসপি ধনরাম সিংহের বাড়ির ভিসিটর বুকে জিকে তিওয়ারির নাম। ধনরাম সিংয়ের বাড়িতে গিয়েছিলেন জিতেন্দ্র […]