ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত ভিয়েতনাম। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। শক্তিশালী ইয়াগির তাণ্ডবে অত্যন্ত খারাপ অবস্থা ভিয়েতনামে। শেষ পাওয়া খবরে মৃতের সংখ্যা বেড়ে ১৯৭। নিখোঁজ আরও ১৩০ জন। ৮০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। লাল নদীর জল ঢুকে বানভাসি রাজধানী হ্যানয়। ইয়াগিকে চলতি বছর এশিয়ার বুকে আছড়ে পড়া ‘সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়’ বলে মনে করা হচ্ছে। শনিবার ভিয়েতনামে ১৪৯ কিলোমিটার গতিবেগে এই ঝড় আছড়ে পরে। এরপর ক্রমশ তা পশ্চিমদিকে সরে যেতে থাকে। এর জেরে ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টিতে হ্যানয়ের রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ে। সেতু ভেঙে পড়েছে। ভেঙে পড়েছে পানীয় জল ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। ইতিমধ্যেই প্রশাসন নীচু এলাকাগুলি থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে গিয়েছে। স্কুল-কলেজগুলিতে ছুটির মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে। হ্যানয়ের পূর্বে উপকূলীয় রফতানি-ভিত্তিক শিল্পকেন্দ্রগুলিও ঝড়ের ধ্বংসলীলা থেকে রক্ষা পায়নি। শহরের উপকণ্ঠে গড়ে ওঠা এই শিল্পতালুকে প্রায় ৪০ হাজার মানুষের বাস। এখানে স্যামস্যাংয়ের মতো গুরুত্বপূর্ণ কোম্পানির কারখানাও রয়েছে। বন্যার জেরে সমস্ত কারখানাতেই পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
Related Posts
অশান্ত বাংলাদেশে মৃতের সংখ্যা বেড়ে ৬৪, পুড়ল জেল, পালালো বহু বন্দি!
বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পড়ুয়ারা। সরকার পক্ষ কথা বলতে চেয়ে প্রস্তাব পাঠালেও মানতে চাননি তাঁরা। জানিয়ে দিয়েছেন, ‘রক্ত মাড়িয়ে সংলাপ নয়’। দু’পক্ষের সংঘাতে বাংলাদেশে শুক্রবার মৃত্যু হয়েছে আরও ৩ জনের। অন্য দিকে, সে দেশের বিভিন্ন হাসপাতাল থেকে পরিসংখ্যান সংগ্রহ করে সংবাদ সংস্থা এএফপি দাবি করেছেন, বাংলাদেশে শুক্রবার রাত পর্যন্ত সরকার এবং পড়ুয়াদের […]
নির্বাচনী ফলাফলে বামপন্থী জোট এগিয়ে যেতেই অশান্ত ফ্রান্স
ফ্রান্সের নির্বাচনে এগিয়ে রয়েছে বামপন্থী জোট ৷ এক্সিট পোলেও এমনই সম্ভাবনার ইঙ্গিত মিলেছে ৷ বামপন্থী জোট এগিয়ে থাকার খবর প্রকাশ্যে আসতেই অশান্ত হয়ে উঠেছে প্যারিস ৷ দিকে দিকে রাস্তায় নেমে চলছে বিক্ষোভ ৷ ঘটনার একটি ভিডিয়ো ফুটেজ সামনে এসেছে ৷ সেখানে দেখা যাচ্ছে, মুখোশ পরে বিক্ষোভকারীরা রাস্তায় দৌড়চ্ছে, আগুন জ্বালাচ্ছে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করছে ৷ তবে […]
অশান্ত বাংলাদেশ! ভারতীয় সীমান্তে বাড়ানো হল অতিরিক্ত নিরাপত্তা, নজরদারি নদীপথেও
হাই অ্যালার্ট বাংলাদেশ সীমান্তে। কয়েক হাজার কিলোমিটার বাংলাদেশ সীমান্ত সিল করল বিএসএফ। নিরাপত্তা বাড়ল সুন্দরবন এলাকায়। নিরাপত্তা খতিয়ে দেখতে সীমান্ত এলাকা পরিদর্শন করলেন বিএসএফের ডিজি দলজিৎ সিং চৌধুরি। একই সঙ্গে পুরো সীমান্ত এলাকা জুড়ে নিরাপত্তা বৃদ্ধি করল বিএসএফ। সীমান্তে অতিরিক্ত সংখ্যক জওয়ান ও আধিকারিক মোতায়েন করা হয়েছে। সুন্দরবন থেকে কোচবিহার অবধি সর্বত্র কড়া নজরদারি চালানো […]