তীব্র জলসঙ্কটে ভুগছেন দিল্লিবাসী। ইতিমধ্যেই রাজধানীর জলসমস্যা মেটাতে হরিয়ানাকে প্রতিদিন ১০০ মিলিয়ন গ্যালন জল ছাড়ার অনুরোধ করেছে দিল্লির আপ সরকার। এবার সেই বিষয়ে হরিয়ানার বিজেপি সরকারের উপর চাপ তৈরির কৌশল নিল আপ শিবির। শুক্রবার থেকে অনির্দিষ্টকালের অনশনে বসলেন মন্ত্রী আতিশী মারলেনা। তিনি ছাড়াও অনশন মঞ্চে উপস্থিত রয়েছেন কেজরিওয়াল-পত্নী সুনীতা, আপ নেতা সঞ্জয় সিং সহ দলের অন্যান্য বিধায়ক।
দিল্লি তীব্র জলসঙ্কট, অনির্দিষ্টকালের জন্য অনশনে বসলেন আপ মন্ত্রী আতিশী মারলেনা
