দুই ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর কথা স্বীকার করল বাঁকুড়া মেডিক্যাল। পুজোর মুখে বাঁকুড়া জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। জেলা স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখনও পর্যন্ত জেলায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ৭৩৯ জন। এর মধ্যে শুধুমাত্র পুনিশোল গ্রামেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২৫০। ডেঙ্গিতে মৃত্যুর কথা স্বীকার করে নিয়েছেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। চলতি বছর বর্ষার গোড়ায় বাঁকুড়া জেলায় সেই ভাবে ডেঙ্গির প্রকোপ দেখা না গেলেও বর্ষা কমতেই জেলা জুড়ে থাবা বসাতে শুরু করে ডেঙ্গি। জেলার কমবেশি সব ব্লকেই একের পর এক ডেঙ্গি আক্রান্তের খোঁজ মিলতে শুরু করে। ব্যাপক হারে ডেঙ্গির প্রকোপ বাড়তে থাকে ওন্দা ব্লকের পুনিশোল গ্রামে। জেলা স্বাস্থ্য দফতর জানিয়েছে, চলতি বছর জেলায় এখনও পর্যন্ত ৭৩৯ জন ডেঙ্গিতে আক্রান্ত। পুনিশোলেই আক্রান্তের সংখ্যা ২৫০। জেলার ২৭৬ জনের শরীরে ডেঙ্গির জীবাণু সক্রিয় অবস্থায় রয়েছে।
Related Posts
রবিবারই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘রিমল’!
আগামী রবিবারই অতি শক্তশালী ঘূর্ণিঝড় ‘রিমল’-র ল্যান্ডফলের বা আছড়ে পড়ার সম্ভাবনা। ওড়িশা থেকে বাংলাদেশের মধ্যে ঝড়ের অভিমুখ হতে পারে। ভারতের মৌসম ভবন নিশ্চিত করে না জানালেও বিশ্বের মডেলগুলি সেই ইঙ্গিত দিচ্ছে অভিমুখ হওয়ার সম্ভাবনা বাংলাদেশের উপকূলে। ভারতের মৌসম ভবন জানাচ্ছে, দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্নাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ উত্তর-পূর্ব দিকে এগিয়ে মধ্য […]
গভীর নিম্নচাপের পর ডিভিসির ছাড়া জলে ভাসল জেলা, দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি
গভীর নিম্নচাপের প্রভাবে কয়েকদিন টানা বৃষ্টি। তার সঙ্গে যুক্ত হয়েছে ডিভিসির ছাড়া জল। এই দুই কারণে দক্ষিণবঙ্গের সাত জেলার বিস্তীর্ণ অংশে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দুর্যোগের কারণে ইতিমধ্যে দু’জনের মৃত্যু ও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। অতিবৃষ্টির জেরে বিঘার পর বিঘা কৃষিজমি জলের তলায়। ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর, রাস্তাঘাট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার জানিয়েছেন, এই পরিস্থিতি মোকাবিলার জন্য […]
বজবজ-শিয়ালদা রেল লাইনে ফাটল
হাওড়া বর্ধমান মেন লাইনে লোকাল ট্রেন স্টপেজ ছিল চুঁচুড়া স্টেশনে। মঙ্গলবার সন্ধ্যা ৭ টা ৫৫ মিনিটে ট্রেনটি চুঁচুড়ায় ঢুকলেও সেখানে না দাঁড়িয়ে সোজা হুগলি চলে যায়। এতেই স্তম্ভিত অফিস ফিরতি যাত্রীরা। পরে আবার সেই ট্রেনই ফিরে আসে । এমনই বিচিত্র অভিজ্ঞতার সাক্ষী ৩৭৮৪৯ আপ বর্ধমান লোকাল ট্রেনের যাত্রীরা। এই ট্রেনটি বর্ধমান সুপার নামে পরিচিত যাত্রীদের […]