আসন্ন লোকসভা নির্বাচনের মুখে সোমবার হঠাৎই অপসারিত হলেন মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি মুকেশ কুমার। জাতীয় নির্বাচন কমিশনের তরফে সোমবার এই নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকাকে চিঠি পাঠিয়ে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচনের সঙ্গে যুক্ত নয় এমন কোনো পদে বদলি করতে হবে মুকেশ কুমারকে। অপসারণের নির্দেশের পরই ওই আইপিএস অফিসারকে তীব্র আক্রমণ করেছেন বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। দুদিন আগে মুর্শিদাবাদের শক্তিপুর, রেজিনগর এবং বেলডাঙা থানা এলাকায় ঘটে যাওয়া একটি সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঠিকমত সামাল দিতে না পারায় এই বদলি। এমনই দাবি করছেন প্রশাসনের একাংশ। অধীরের বক্তব্য, ওনার নেতৃত্বে বহরমপুর লোকসভা কেন্দ্রে নির্বাচনকে বানচাল করার চেষ্টা হচ্ছিল। উনি শিক্ষিত হতে পারেন কিন্তু পুলিশের পোশাক পড়ে উনি একজন ‘ক্রিমিনাল’। নির্বাচন কমিশনের পক্ষে আমি বহরমপুর এবং মুর্শিদাবাদের মানুষকে কথা দিয়েছি এখানে শান্তিপূর্ণ ভোট হবে। নিরপেক্ষ নির্বাচনকে বানচাল করার যাঁরা চেষ্টা করছেন তাঁদের মধ্যে এক নম্বর ছিলেন ওই আইপিএস অফিসার। বহরমপুর থানার আইসি এবং খাগড়ার টাউন আউট পোস্টের দায়িত্ব প্রাপ্ত অফিসারের বিরুদ্ধেও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন অধীর।
Related Posts
বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরীকে ৮০ হাজারেরও বেশি ভোটে হারালেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান
বহরমপুরের মাটিতে দুর্দান্ত ইনিংস খেললেন ক্রিকেট মাঠ থেকে উঠে আসা ইউসুফ পাঠান । জয়ের ব্যবধান ৮০ হাজারের বেশি। ১৯৯৯ থেকে বহরমপুরে জিতছেন অধীর রঞ্জন চৌধুরী। একটা সময় লড়েছেন বামেদের বিরুদ্ধে। প্রথমবার চ্যালেঞ্জের মুখে পড়েছেন। ২০০৪ থেকে ২০১৯ পর্যন্ত সেভাবে চ্যালেঞ্জের মুখেও পড়তে হয়নি। প্রথমবার তিনি সত্যিকারের চ্যালেঞ্জের মুখোমুখি হন ২০১৯ সালে। মুর্শিদাবাদের দুর্গ দখল করতে […]
হাসপাতালের ঘরে দেদার মদ্যপান, গ্রেফতার ২
নদিয়ার কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে বিশ্বকর্মা পূজোর রাতে ওই হাসপাতাল চত্বরের একটি ঘরের মধ্যে বহিরাগতদের মদ্যপান চলছিল। পুলিশ এই ঘটনায় দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন রাজা মিত্র এবং অমিও বিশ্বাস, যাদের বাড়ি কৃষ্ণনগরের হাটখোলাপাড়া এলাকায়। জানা গেছে, তারা পূর্ত দপ্তরের ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত। এই ঘটনায় পুলিশ যখন তাদের গ্রেপ্তার করে, তখন ঘরের […]
‘জো হামারে সাথ, হাম উনকে সাথ’, সংখ্যালঘু মোর্চাকে এবার ‘ত্যাগ’ দেওয়ার বার্তা শুভেন্দুর
একের পর এক নির্বাচনে ভরাডুবির পর, সদ্য সমাপ্ত উপনির্বাচনে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। বাংলায় জোড়াফুলের কাছে চার শূণ্যে গো হারান হেরেছে পদ্ম শিবির। এরপরেই বাংলার রাজনীতিতে বিজেপির ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করছে। একদিক যখন ক্রমশ পায়ের তলার মাটি হারিয়ে ফেলছে বিজেপি, তখনই দলের অভ্যন্তরেও চলছে হারের দায় কে নেবে তা নিয়ে ঠেলাঠেলি। এই প্রেক্ষাপটেই মোদির স্লোগান ‘সবকা সাথ, সবকা […]