‘নো সেফটি-নো ডিউটি’, অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি দিল্লি AIIMS সহ একাধিক হাসপাতালে

আরজি করকাণ্ডের আঁচ গোটা দেশে। অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন দেশের একাধিক ছোট-বড় হাসপাতালের চিকিৎসকরা। দিল্লি, মুম্বই, কলকাতার পাশাপাশি বিভিন্ন শহরের জুনিয়র এবং রেসিডেন্ট ডাক্তাররা এই প্রতিবাদে সামিল হয়েছেন। মেডিক্যাল স্টাফদের পর্যাপ্ত নিরাপত্তার দাবিতে চলছে প্রতিবাদ। এমারজেন্সি ছাড়া অন্যান্য সমস্ত পরিষেবা বন্ধ রেখেছেন চিকিৎসকরা। সোমবার সকাল থেকে দিল্লির AIIMS হাসপাতালের বাইরে চিকিৎসক এবং মেডিক্যাল পড়ুয়াদের স্লোগান দিতে দেখা যায়। প্ল্যাকার্ড হাতে সকলে আরজি করকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হন। দিল্লির রামমোহন লোহিয়া হাসপাতালের বাইরেও চিকিৎসকদের বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায়। CBI তদন্তের দাবি তুলেছেন সকলেই। দিল্লির মৌলানা আজাদ মেডিক্যাল কলেজ, লেডি হারডিং মেডিক্যাল কলেজ, সফদরজং হাসপাতাল, দীন দয়াল উপাধ্যায় হাসপাতাল, ড. বাবা সাহেব অম্বেদকর মেডিক্য়াল কলেজ সহ একাধিক হাসপাতালে কর্মবিরতি চলছে। মধ্যপ্রদেশের ভোপাল AIIMS-এর রেসিডেন্ট ডাক্তাররাও পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। মোমবাতি মিছিলও করেছেন তারা। স্লোগান উঠেছে, ‘নৌ সেফটি, নো ডিউটি।’

error: Content is protected !!