আরজি করকাণ্ডের আঁচ গোটা দেশে। অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন দেশের একাধিক ছোট-বড় হাসপাতালের চিকিৎসকরা। দিল্লি, মুম্বই, কলকাতার পাশাপাশি বিভিন্ন শহরের জুনিয়র এবং রেসিডেন্ট ডাক্তাররা এই প্রতিবাদে সামিল হয়েছেন। মেডিক্যাল স্টাফদের পর্যাপ্ত নিরাপত্তার দাবিতে চলছে প্রতিবাদ। এমারজেন্সি ছাড়া অন্যান্য সমস্ত পরিষেবা বন্ধ রেখেছেন চিকিৎসকরা। সোমবার সকাল থেকে দিল্লির AIIMS হাসপাতালের বাইরে চিকিৎসক এবং মেডিক্যাল পড়ুয়াদের স্লোগান দিতে দেখা যায়। প্ল্যাকার্ড হাতে সকলে আরজি করকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হন। দিল্লির রামমোহন লোহিয়া হাসপাতালের বাইরেও চিকিৎসকদের বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায়। CBI তদন্তের দাবি তুলেছেন সকলেই। দিল্লির মৌলানা আজাদ মেডিক্যাল কলেজ, লেডি হারডিং মেডিক্যাল কলেজ, সফদরজং হাসপাতাল, দীন দয়াল উপাধ্যায় হাসপাতাল, ড. বাবা সাহেব অম্বেদকর মেডিক্য়াল কলেজ সহ একাধিক হাসপাতালে কর্মবিরতি চলছে। মধ্যপ্রদেশের ভোপাল AIIMS-এর রেসিডেন্ট ডাক্তাররাও পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। মোমবাতি মিছিলও করেছেন তারা। স্লোগান উঠেছে, ‘নৌ সেফটি, নো ডিউটি।’
Related Posts
কুপওয়ারায় ফের সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে খতম এক জঙ্গি, শহিদ জওয়ান
জম্মু-কাশ্মীরের কুপওয়ারায় শনিবার সকালে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে ভয়ঙ্কর গুলির লড়াই হয়েছে ৷ সেই লড়াইয়ে এক জঙ্গি নিহত হয়েছে ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত একজন সেনা জওয়ান শহিদ হয়েছেন ৷ বেশ কয়েকজন সেনা জওয়ান আহত হয়েছেন ৷ গত তিনদিনের মধ্যে কুপওয়ারা জেলায় এই নিয়ে দ্বিতীয়বার সেনা-জঙ্গি গুলির লড়াই হল । নিরাপত্তা বাহিনীর জঙ্গিবিরোধী অভিযানের […]
মহড়া চলাকালীন লেহ নদীতে ভেসে গিয়ে জওয়ানের মৃত্যু
মহড়া চলাকালীন লেহ নদীতে ভেসে গিয়ে মৃত্যু হল সেনা জওয়ানের ৷ তাঁর নাম আকবর খান ৷ বুধবার তাঁর দেহ পৌঁছয় উত্তরপ্রদেশের গাজীপুর জেলার জাবুর্নায় গ্রামের বাড়িতে ৷ সেখানেই গান স্যালুটের মাধ্যমে সেনার তরফে শেষ শ্রদ্ধা জানানো হয় তাঁকে ৷ প্রবল বৃষ্টির মধ্যেও শত শত গ্রামবাসী শহিদ আকবরকে শেষবার দেখার জন্য জড়ো হয়েছিলেন ৷ পরিবার ও […]
প্রার্থী হয়েও টিকিট ফেরালেন হরিয়ানার বিজেপি নেতা কানওয়ালজিত সিং
বিধানসভা নির্বাচনের আগে হরিয়ানায় বড় ধাক্কা খেল বিজেপি। গেরুয়া শিবিরে টিকিট নিয়ে কোন্দলের মাঝে প্রার্থী হয়েও সরে দাঁড়ালেন বিজেপি নেতা। কুরুক্ষেত্র জেলার পেহওয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কানওয়ালজিত সিং টিকিট ফিরিয়ে জানিয়ে দিলেন, তিনি ভোট লড়তে চান না। স্থানীয় নেতৃত্বের অসহযোগিতার কারণেই তিনি ভোটের ময়দান থেকে সরে দাঁড়ালেন বলে জানা গিয়েছে। গতবার এই আসনে জিতেছিলেন […]