মদ্যপান নিয়ে নিত্যদিন অশান্তি, মত্ত অবস্থায় স্ত্রী, ২ সন্তানকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল যুবক

ঝাড়খন্ডঃ মদ্যপান নিয়ে নিত্যদিন অশান্তি। মত্ত অবস্থায় স্ত্রী, দুই সন্তানকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল যুবক। মঙ্গলবার ঘাতক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার গভীর রাতে নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার লুদ্রাবাসা গ্রামে। রাতে মত্ত অবস্থায় বাড়ি ফিরেছিল গুরুচরণ পাড়িয়া। মদ্যপান নিয়ে ফের স্ত্রীর সঙ্গে তুমুল অশান্তি হয়। সেই সময় সামনে এক ও পাঁচ বছরের দুই সন্তান ছিল। আচমকা কুড়ুল দিয়ে কুপিয়ে স্ত্রীকে খুন করে যুবক। ছাড় পায়নি দুই নাবালক সন্তানও। তাদেরও কুপিয়ে খুন করে সে। মঙ্গলবার তিনটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

error: Content is protected !!