গত ২৪০ বছরের সবচেয়ে বড় ভূমিকম্পে কাঁপল আমেরিকার নিউ জার্সি

শুক্রবার আমেরিকার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা নাগাদ আবার কম্পন অনুভূত হল সেখানে। ভূমিকম্পের তীব্রতায় কেঁপে ওঠে একের পর এক আকাশচুম্বী আবাসন। সমাজমাধ্যমে নিজেদের অভিজ্ঞতা পোস্ট করতে শুরু করেছেন সেখানকার বাসিন্দারা। জানা যাচ্ছে, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৮। গত ২৪০ বছরেরও বেশি সময়ে এটি নিউ জার্সিতে হওয়া সবচেয়ে বড় ভূমিকম্প। শুধু নিউ ইয়র্কই নয়, নিউ জার্সি, পেনসিলভেনিয়াতেও কম্পন অনুভূত হয়েছে। তবে নিউ ইয়র্কের মতো অতো জোরাল নয়। আমেরিকার ভূতাত্ত্বিক সংস্থা জানাচ্ছে, নিউ জার্সি থেকে প্রায় ৩৮ মাইল দূরে ভূমিকম্পের উৎসস্থল। তবে ভূমিকম্পের জেরে হতাহতের কোনও খবর এখনও পাওয়া যায়নি। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হচুল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে। প্রশাসন ইতিমধ্যে কাজে নেমে পড়েছে। বাল্টিমোর, নিউ হ্যাম্পশায়ারের বাসিন্দারাও কম্পন অনুভব করেছেন বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!