ঙ্গলবার সকাল থেকে শহর জুড়ে একাধিক জায়গায় ল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। এদিন সাতসকালে ইডির গন্তব্য ছিল কলকাতার প্রখ্যাত একটি বেসরকারি স্কুল। স্কুলের প্রশাসকের বিরুদ্ধে উঠেছে আর্থিক তছরূপের অভিযোগ। জানা গিয়েছে, ওই ইংরেজি মাধ্যম স্কুলেরই কৃষ্ণ দামানি নামক এক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে। অভিযোগ স্কুলের অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা সরানো হয়েছে একটি বেসরকারি সংস্থার অ্যাকাউন্টে। স্কুলের দায়িত্বে থাকাকালীনই তাঁর বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই টাকা কোথায় পাচার হয়েছে, কার অ্যাকাউন্টে গিয়েছে, তাই খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মঙ্গলবার সকাল সাড়ে ৬টা নাগাদ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে নিউ আলিপুরে হানা দেয় ইডির একটি দল। একই সময়ে আরেকটি দল পৌঁছে যায় কসবার কায়স্থ পাড়ায়। তল্লাশি অভিযান চালানো হয় নিউ আলিপুরে বি ব্লকের নলিনী রঞ্জন এভেন্যুয়ের ৮৮/১ বাড়িতেও। সেখানে থাকেন পরিচালন সমিতির প্রাক্তন চেয়ারম্যান সুশীল কুমার দাগার। স্কুলের অ্যাকাউন্ট থেকে মোট ৯৩৭ লক্ষ টাকা একটি বেসরকারি সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে বলে জানিয়েছিল কলকাতা পুলিশ। অর্থাৎ, প্রায় ১০ কোটি টাকা সরিয়েছেন দামানি। তবে কলকাতা পুলিশ সেই সময়েই জানিয়েছিল, ওই টাকার অঙ্ক আরও বাড়তে পারে। এ বার ওই মামলার তদন্তেই নামল ইডি।
Related Posts
উল্টোডাঙায় প্লাইউড কারখানায় আগুন
অগ্নিকাণ্ডে ভষ্মীভূত কারখানা ৷ মঙ্গলবার ভোর ৫টা নাগাদ উল্টোডাঙার ইস্ট-ক্যানেল সার্কুলার রোডের একটি কারখানায় আগুন লাগে ৷ জানা গিয়েছে, কারখানাটিতে প্লাইউড তৈরি হত ৷ ফলে শুকনো কাঠ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ৷ ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন পৌঁছেছে ৷ আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন দমকল কর্মীরা ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দমকল দেরিতে আসার কারণেই আগুন […]
শিয়ালদায় ফের রক্ষণাবেক্ষণের কাজ, আজ ও কাল বাতিল একাধিক ট্রেন
ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা রয়েছে শিয়ালদা শাখার ট্রেন চলাচল ঘিরে। শিয়ালদহ ডিভিশনে উইকেন্ডে ফের বাতিল একাধিক ট্রেন। যার জেরে যাত্রীরা ফের বিপাকে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। মূলত, রক্ষণাবেক্ষণের কাজ চলবে শিয়ালদা শাখায়। তার জন্যই বাতিল বহু ট্রেন। রেল সূত্রে জানানো হয়েছে, মোট ৮ ঘণ্টা ধরে চলবে এই কাজ। শনিবার রাত ১১.৩০ মিনিট থেকে […]
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উৎসর্গ আর জিকরের ‘বোন’কে, সোশাল মিডিয়ায় পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস এবার একটু অন্যরকম। ধারে-ভারে, উপস্থাপনায় সবদিক থেকেই চেনা ছকের বাইরে। চলতি বছরের লোকসভা নির্বাচনে তৃণমূলের বড়সড় সাফল্যের পর দলের ছাত্রসমাজকে আরও বেশি করে সক্রিয় করে তোলা হচ্ছে। আজ, দলের প্রতিষ্ঠা দিবসে সেই সংক্রান্ত কী বার্তা দেন তৃণমূল সুপ্রিমো, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক – সেদিকে নজর ছিল সকলের। তবে বুধবার, মেয়ো […]