নিটে দুর্নীতির অভিযোগ এবং বিভিন্ন বিষয়ে গবেষণার প্রবেশিকা পরীক্ষা নেট বাতিল করে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন চলছে দেশ জুড়ে। বার বার বিক্ষোভের মুখে পড়ছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বিক্ষোভ দেখাতে পথে নেমেছেন ছাত্রছাত্রীরাও। এই বিক্ষোভের জেরেই শুক্রবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হলেন শিক্ষামন্ত্রী। তিনি সেখানে গিয়েছিলেন। কিন্তু তাঁকে কালো পতাকা দেখানো হয়। তার পর অনুষ্ঠান বাতিল করে বেরিয়ে যান ধর্মেন্দ্র। ঘরে এবং বাইরে বিড়ম্বনায় পড়েছেন তিনি। কারণ, তাঁর নয়াদিল্লির বাসভবনের সামনেও শুক্রবার সকাল থেকে বিক্ষোভ দেখাচ্ছে যুব কংগ্রেস। দাবি, নিট পরীক্ষা বাতিল করে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর সুবিচার সুনিশ্চিত করতে হবে। কিন্তু শিক্ষামন্ত্রীর আশ্বাসে ‘চিড়ে ভেজেনি’। প্রতিবাদ কর্মসূচি চলছে শুক্রবারও। দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারা বিক্ষোভ দেখাচ্ছেন। শুক্রবার বিশ্ব যোগ দিবস উপলক্ষে ওই বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল ধর্মেন্দ্রের। সকালেই তিনি সেখানে পৌঁছে গিয়েছিলেন। তাঁর উপস্থিতিতেই পড়ুয়ারা বিক্ষোভ দেখান। অভিযোগ, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে কালো পতাকা দেখানো হয়। নিট এবং নেটে দুর্নীতি নিয়ে স্লোগানও দেওয়া হয়। অনুষ্ঠান বাতিল করে দেন তিনি। শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভরত যুব কংগ্রেসের প্রেসিডেন্ট শ্রীনিবাস বিভি বলেন, ‘‘ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ করা উচিত। শুধু তা-ই নয়, তাঁকে জিজ্ঞাসাবাদও করা উচিত। এই দেশে দুর্নীতি ছাড়া কোনও পরীক্ষাই হয় না। সমাজমাধ্যমে ছাত্রছাত্রীরা ক্ষোভ উগরে দিচ্ছেন।’’ নিট এবং নেটের মতো পরীক্ষায় দুর্নীতি এবং প্রশ্নফাঁসের বিষয়টিতে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্তের দাবি জানিয়েছে যুব কংগ্রেস।
Related Posts
পাটনায় স্কুলের ভেতরের নালা থেকে উদ্ধার ৩ বছরের শিশুর দেহ
স্কুলের ভেতর থেকে ৩ বছরের শিশুর মৃতদেহ উদ্ধার হতেই রণক্ষেত্রের চেহারা নিল পাটনা । মৃত পড়ুয়ার পরিবারের তরফে আগুন লাগিয়ে দেওয়া হল স্কুলে । গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্ভবত খুন করা হয়েছে শিশুটিকে। বৃহস্পতিবার নির্দিষ্ট সময়ে স্কুলে গিয়েছিল শিশুটি। স্কুল ছুটির পর সে আর বাড়ি ফেরেনি। স্কুলে এসে পরিবারের […]
বিহারে পুলিশ হেফাজতে স্বামী এবং নাবালিকা স্ত্রীকে পিটিয়ে খুন, থানায় আগুন লাগিয়ে দিল গ্রামবাসীরা
পুলিশ লকআপে যুবক ও তাঁর নাবালিকা স্ত্রীর রহস্যমৃত্যুতে উত্তপ্ত বিহার। ঘটনাটি ঘটেছে বিহারের আরারিয়া জেলার তারাবারি গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, স্ত্রীর মৃত্যুর পর স্থানীয় যুবক তাঁর শালীকে বিয়ে করেছিলেন। কিন্তু মেয়েটির বয়স মাত্র ১৪। নাবালিকাকে বিয়ের অপরাধে যুবককে বৃহস্পতিবার আটক করে পুলিশ। আটক করা হয় নাবালিকাকেও। স্থানীয়দের অভিযোগ, ওই যুগলকে বিয়ের পরেই আটক করা […]
কাশী বিশ্বনাথ মন্দিরে গঙ্গা আরতির পর পুজো করলেন প্রধানমন্ত্রী মোদি
নির্বাচনের ফলাফলের পর মঙ্গলবার প্রথমবার বারাণসী পৌঁছেছেন প্রধানমন্ত্রী মোদি। এখানে তিনি কৃষক সম্মেলনে কৃষকের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়াও, কিষান সম্মান নিধির ১৭ তম কিস্তিতে ২০ হাজার কোটি টাকা মুক্তি দেওয়া হয়েছিল। এছাড়াও, প্রধানমন্ত্রী কৃষি সখী হিসাবে প্রশিক্ষিত ৩০,০০০ টিরও বেশি স্বনির্ভর গোষ্ঠীকে শংসাপত্র বিতরণ করেছেন। কাশীতে প্রধানমন্ত্রী মোদির এই সফর কেবল কৃষক সম্মেলনের জন্য নয়, […]