পশ্চিম মেদিনীপুরে প্রচুর নগর অর্থ সহ গ্রেফতার বিজেপি নেতা! এসপিকে বদলি করল নির্বাচন কমিশন! ‘এটাই মোদির গ্যারান্টি’ কটাক্ষ অভিষেকের

ষষ্ঠ দফায় নির্বাচন রয়েছে মেদিনীপুর কেন্দ্রে। এর মাঝেই পশ্চিম মেদিনীপুর জেলার এসপিকে বদলির সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। আজ, সোমবার পঞ্চম দফার ভোটের মাঝেই এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যদিও, বিষয়টি নিয়ে সরব হয়েছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সন্ধ্যায় জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার আইপিএস পদমর্যাদার এসপি ধৃতিমান সরকারকে সরানোর নির্দেশ দেওয়া হল। নির্বাচন কমিশনের তরফে রাজ্যেকে জানানো হয়েছে আগামীকাল, ২১ তারিখ সকাল ১১ টার মধ্যে উচ্চপর্যায়ের পুলিশ আধিকারিকদের প্যানেল পাঠাতে হবে। তারপর পরবর্তী সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকারকে সরানোর পরেই সরব হয়েছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, গতকাল এই জেলাতেই এক বিজেপি নেতাকে আটক করা হয়। তাঁর কাছ থেকে প্রচুর নগর অর্থ উদ্ধার করা হয়েছে। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের ঘনিষ্ঠ সেই নেতা বলে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে।

error: Content is protected !!