জম্মু-কাশ্মীরে বিধানসভা ভোটের আগে এনকাউন্টার, খতম ৫ জঙ্গি

দীর্ঘ ১০ বছর পর জম্মু-কাশ্মীরে শুরু হতে চলেছে বিধানসভা নির্বাচন। কিন্তু তার আগে আরও একবার অশান্ত ভূ-স্বর্গ। শুক্র ও শনিবার গুলির শব্দে বারেবারেই কেঁপে উঠেছে উপত্যকা। শনিবার এনকাউন্টারে কমপক্ষে ৫ জঙ্গিকে খতম করেছে সেনা। অন্যদিকে, শুক্রবার অপারেশন চলাকালীন অবস্থায় শহিদ হন ২ জওয়ান। আহত হয়েছেন আরও ২ জন। সেনা সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, শনিবার বারমুল্লা জেলায় সকাল থেকেই অপারেশনে নেমেছিল বাহিনী। চক তাপ্পের এলাকায় একটি বিল্ডিংয়ে একসময় তিন জঙ্গিকে কোণঠাসা করে ফেলে সেনা-পুলিসের যৌথ বাহিনী। গুলি বিনিময় শুরু হলেও সেনার সামনে টুঁ শব্দ করতে পারেনি জঙ্গিরা। ৩ জঙ্গিকেই খতম করে সেনা। পাশাপাশি, শুক্রবার জম্মু কাশ্মীরের কাঠুয়ায় অপর একটি এনকাউন্টারে ২ জঙ্গিকে নিকেশ করে বাহিনী। যদিও শুক্রবার অন্য একটি এনকাউন্টারে শহিদ হন ২ জওয়ান। এদের মধ্যে একজন জুনিয়র অফিসারও রয়েছেন। শহিদ দুই জওয়ান হলেন, বিপন কুমার ও অরবিন্দ সিং। এছাড়াও আরও ২ জওয়ান আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে, শনিবার জম্মু-কাশ্মীরের ডোডায় জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে নিরাপত্তা আঁটোসাঁটো করায় কোনও খামতি রাখেনি সেনা। দুপুর ১টা থেকে জনসভা শুরু করে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

error: Content is protected !!