দীর্ঘ ১০ বছর পর জম্মু-কাশ্মীরে শুরু হতে চলেছে বিধানসভা নির্বাচন। কিন্তু তার আগে আরও একবার অশান্ত ভূ-স্বর্গ। শুক্র ও শনিবার গুলির শব্দে বারেবারেই কেঁপে উঠেছে উপত্যকা। শনিবার এনকাউন্টারে কমপক্ষে ৫ জঙ্গিকে খতম করেছে সেনা। অন্যদিকে, শুক্রবার অপারেশন চলাকালীন অবস্থায় শহিদ হন ২ জওয়ান। আহত হয়েছেন আরও ২ জন। সেনা সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, শনিবার বারমুল্লা জেলায় সকাল থেকেই অপারেশনে নেমেছিল বাহিনী। চক তাপ্পের এলাকায় একটি বিল্ডিংয়ে একসময় তিন জঙ্গিকে কোণঠাসা করে ফেলে সেনা-পুলিসের যৌথ বাহিনী। গুলি বিনিময় শুরু হলেও সেনার সামনে টুঁ শব্দ করতে পারেনি জঙ্গিরা। ৩ জঙ্গিকেই খতম করে সেনা। পাশাপাশি, শুক্রবার জম্মু কাশ্মীরের কাঠুয়ায় অপর একটি এনকাউন্টারে ২ জঙ্গিকে নিকেশ করে বাহিনী। যদিও শুক্রবার অন্য একটি এনকাউন্টারে শহিদ হন ২ জওয়ান। এদের মধ্যে একজন জুনিয়র অফিসারও রয়েছেন। শহিদ দুই জওয়ান হলেন, বিপন কুমার ও অরবিন্দ সিং। এছাড়াও আরও ২ জওয়ান আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে, শনিবার জম্মু-কাশ্মীরের ডোডায় জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে নিরাপত্তা আঁটোসাঁটো করায় কোনও খামতি রাখেনি সেনা। দুপুর ১টা থেকে জনসভা শুরু করে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Related Posts
রাজস্থানের বুন্দিতে লাইনচ্যুত মালগাড়ি
মুম্বই মেল দুর্ঘটনার পর ফের লাইনচ্যুত হল ট্রেন ৷ তবে এবার পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হল ৷ মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে রাজস্থানের গুরলা স্টেশনের কাছে ৷ ওই লাইন দিয়ে দিল্লি-মুম্বই ট্রেন চলাচল করে ৷ খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী ট্রেন ৷ মালগাড়ির যে বগিগুলি লাইন থেকে সরে গিয়েছিল, সেগুলিকে ঠিক করার কাজ চলছে ৷ […]
‘সাধারণ মানুষের গচ্ছিত অর্থ নিয়ে ব্যাঙ্কগুলিকে আরও নতুন প্রকল্প করা উচিত’, পরামর্শ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর
সাধারণ মানুষের গচ্ছিত অর্থ নিয়ে ব্যাঙ্কগুলিকে আরও নতুন প্রকল্প করা উচিত। শনিবার এমনটাই জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আরবিআইয়ের একটি বৈঠকে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন। এরপর সাংবাদিক বৈঠকে এসে তিনি বলেন, ব্যাঙ্ক গ্রাহকদের কাছে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এখানে গ্রাহকরা নিজেদের অর্থ রেখে রাতে নিশ্চিন্তে ঘুমোন। তাই প্রতিটি ব্যাঙ্কের উচিত নতুন প্রকল্প ঘোষণা […]
শিল্পপতি অনিল আম্বানিকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করল সেবি
আরও বিপাকে পড়লেন শিল্পপতি অনিল আম্বানি। প্রতারণার অভিযোগে এবার পাঁচ বছরের জন্য তাঁকে নিষিদ্ধ ঘোষণা করল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া বা সেবি। পাশাপাশি রিলায়েন্স হোম ফাইনান্সের প্রাক্তন কর্তাকে ২৫ কোটি টাকা জরিমানাও করা হয়েছে বলে জানা গিয়েছে। এর ফলে আজ, শুক্রবার অনিল ধীরুভাই আম্বানি গ্রুপের (এডিএজি) শেয়ারগুলিতে বড়সড় ধস নামল। এদিন এই গ্রুপের […]