এনটিএর ট্রাঙ্ক থেকে NEET-এর প্রশ্নপত্র চুরি! সিবিআইয়ের জালে ইঞ্জিনিয়ার সহ ২

নিট প্রশ্ন ফাঁস হামলায় আরও দু’জনকে গ্রেফতার করল CBI। জানা গিয়েছে, বিহার এবং ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করা হয়েছে তাদের। দু’জনেই প্রশ্ন ফাঁস চক্রে লিঙ্কম্যান হিসেবে কাজ করত বলে জানা যাচ্ছে। মঙ্গলবার পটনা এবং হাজারিবাদে অভিযান চালিয়ে এই দুই লিঙ্কম্যানকে পাকড়াও করেছে CBI। অভিযোগ, হাজারিবাগ থেকে ধৃত পঙ্কজ সিং ট্রাঙ্ক থেকে প্রশ্নপত্র চুরি করে নিয়ে আসার কাজ করেছে। অপরজন পাটনায় সে প্রশ্নগুলি বিলি করেছিল। গত ২৭ জুন এই দুর্নীতি মামলায় বিহার থেকে প্রথম দু’জনকে গ্রেফতার করেছিল। মণীশ প্রকাশ এবং আশুতোষ কুমার নামে দুই ব্যক্তিই পাটনার বাসিন্দা। মণীশ প্রশ্নগুলি বের করে আনার কাজ করেছিল এবং ছাত্রদের মধ্যে সেগুলি বিলি করার ক্ষেত্রে সাহায্য করেছিল অশুতোষ। গত ৫ মে NEET-UG 2024 পরীক্ষা হয়েছিল। যেখানে অংশ নিয়েছিল মোট ২৩ লাখ ৩৩ হাজার পড়ুয়া। ৫৭১ শহরের ৪ হাজার ৭৫০টি সেন্টারে পরীক্ষা হয়েছিল। ৪ জুন সেই পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। টপারের তালিকায় একগুচ্ছ নাম আসার পর থেকেই প্রশ্ন ফাঁসের জল্পনা রটে যায় সোশ্যাল মিডিয়ায়। এই মামলায় বর্তমানে তদন্ত করছে CBI। মামলাটি গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। গত ৮ জুলাই এই মামলার শুনানির সময় দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানান, পরীক্ষার পবিত্রতা রক্ষা করা হয়নি। তিনি নির্দেশ দিয়েছেন, যারা NEET-UG 2024 পরীক্ষাটি বাতিল করে দ্বিতীয়বার পরীক্ষা দিতে চাইছেন, তারা যেন কারণ সহ গোটা বিষয়টি ১০ পাতার মধ্যে বর্ণনা করেন। দ্বিতীয়বার পরীক্ষা নেওয়া হবে কি না। এই নিট প্রশ্ন ফাঁস মামলায় পরবর্তী শুনানি হবে আগামী ১৮ জুলাই। তার আগেই CBI-এর জালে এল আরও দুই চক্রী। এই মামলায় এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করেছে CBI। তার মধ্যএই রয়েছে এই প্রশ্ন ফাঁস চক্রের মূল পাণ্ডা রকি ওরফে রাকেশ রঞ্জন। গত ১২ জুলাই বিহার থেকে এই কিংপিনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা।

error: Content is protected !!