নিট প্রশ্ন ফাঁস হামলায় আরও দু’জনকে গ্রেফতার করল CBI। জানা গিয়েছে, বিহার এবং ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করা হয়েছে তাদের। দু’জনেই প্রশ্ন ফাঁস চক্রে লিঙ্কম্যান হিসেবে কাজ করত বলে জানা যাচ্ছে। মঙ্গলবার পটনা এবং হাজারিবাদে অভিযান চালিয়ে এই দুই লিঙ্কম্যানকে পাকড়াও করেছে CBI। অভিযোগ, হাজারিবাগ থেকে ধৃত পঙ্কজ সিং ট্রাঙ্ক থেকে প্রশ্নপত্র চুরি করে নিয়ে আসার কাজ করেছে। অপরজন পাটনায় সে প্রশ্নগুলি বিলি করেছিল। গত ২৭ জুন এই দুর্নীতি মামলায় বিহার থেকে প্রথম দু’জনকে গ্রেফতার করেছিল। মণীশ প্রকাশ এবং আশুতোষ কুমার নামে দুই ব্যক্তিই পাটনার বাসিন্দা। মণীশ প্রশ্নগুলি বের করে আনার কাজ করেছিল এবং ছাত্রদের মধ্যে সেগুলি বিলি করার ক্ষেত্রে সাহায্য করেছিল অশুতোষ। গত ৫ মে NEET-UG 2024 পরীক্ষা হয়েছিল। যেখানে অংশ নিয়েছিল মোট ২৩ লাখ ৩৩ হাজার পড়ুয়া। ৫৭১ শহরের ৪ হাজার ৭৫০টি সেন্টারে পরীক্ষা হয়েছিল। ৪ জুন সেই পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। টপারের তালিকায় একগুচ্ছ নাম আসার পর থেকেই প্রশ্ন ফাঁসের জল্পনা রটে যায় সোশ্যাল মিডিয়ায়। এই মামলায় বর্তমানে তদন্ত করছে CBI। মামলাটি গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। গত ৮ জুলাই এই মামলার শুনানির সময় দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানান, পরীক্ষার পবিত্রতা রক্ষা করা হয়নি। তিনি নির্দেশ দিয়েছেন, যারা NEET-UG 2024 পরীক্ষাটি বাতিল করে দ্বিতীয়বার পরীক্ষা দিতে চাইছেন, তারা যেন কারণ সহ গোটা বিষয়টি ১০ পাতার মধ্যে বর্ণনা করেন। দ্বিতীয়বার পরীক্ষা নেওয়া হবে কি না। এই নিট প্রশ্ন ফাঁস মামলায় পরবর্তী শুনানি হবে আগামী ১৮ জুলাই। তার আগেই CBI-এর জালে এল আরও দুই চক্রী। এই মামলায় এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করেছে CBI। তার মধ্যএই রয়েছে এই প্রশ্ন ফাঁস চক্রের মূল পাণ্ডা রকি ওরফে রাকেশ রঞ্জন। গত ১২ জুলাই বিহার থেকে এই কিংপিনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা।
Related Posts
বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া যাবে না অভিযুক্ত বা দোষীর বাড়ি, এমন কোনও আইন নেইঃ সুপ্রিমকোর্ট
যোগীরাজ্য উত্তরপ্রদেশে জন্ম বুলডোজার দাওয়াইয়ের। এরপর তা দেখা গিয়েছে একাধিক বিজেপি শাসিত রাজ্যে। এই বুলডোজার নীতি নিয়ে সোমবার প্রশ্ন তুলল সুপ্রিমকোর্ট। শীর্ষ আদালতের সাফ কথা, কেউ অভিযুক্ত বা দোষী হলেই তাঁর বাড়ি ভাঙা যায় না। এমন কোনও আইন নেই। আদালত কড়া ভাষায় আরও জানিয়ে দিল, বাড়ি ভাঙার ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়ম থাকা উচিত। ভাঙলে সেই পদ্ধতিতে […]
৫০ কোটি তছরুপের অভিযোগ ক্যাগেই, জেনেও ৪ বছর চুপ মোদি সরকার
সর্ষের মধ্যে ভূত…। যে সংস্থার কাজ সরকারের আর্থিক অনিয়ম ধরা, সেই ক্যাগের (কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল) অন্দরেই উঠল অনিয়মের অভিযোগ। দ্বারকা এক্সপ্রেসওয়ে, বন্দে ভারত তৈরির ক্ষেত্রে দুর্নীতির ইঙ্গিত তোলা ক্যাগের বিরদ্ধেই এবার প্রায় ৫০ কোটি টাকা তছরুপের অভিযোগ। যা ঘিরে উত্তাল সংস্থার সদর দপ্তর পকেট-৯ নয়াদিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গ। স্রেফ আর্থিক নয়ছয়ই নয়- শ্লীলতাহানি, ঘুষ, […]