গোটা উত্তর ভারত জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। দেখা যাচ্ছিল, তাপমাত্রার পারদ ৫২ ডিগ্রি সেলসিয়াস পার করেছে। দিল্লির মুঙ্গেশপুরে বুধবার তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৫২.৯ ডিগ্রি সেলসিয়াস। যা রীতিমতো রেকর্ড তৈরি করেছে। আসলে এটাই ছিল ভারতে এখনও পর্যন্ত রেকর্ড করা সর্বাধিক সর্বোচ্চ তাপমাত্রা। যার ফলে সেন্সর ঠিক আছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছে আইএমডি। হাওয়া অফিস জানিয়েছে যে, মঙ্গলবার দিল্লি এনসিআর জুড়ে সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করেছে ৪৫.২ ডিগ্রি থেকে ৪৯.১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর মুঙ্গেশপুরে দেখা যায় যে, তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৫২.৯ ডিগ্রি সেলসিয়াসে। মনে করা হচ্ছে যে, সেন্সরের কোনও ত্রুটির ফলাফল এটা। আইএমডি-র তরফে জানানো হয়েছে যে, সেন্সরের ত্রুটি অথবা স্থানীয় কিছু বিষয়ের কারণে এটা হয়ে থাকতে পারে। আইএমডি আপাতত সমস্ত তথ্য এবং সেন্সর খতিয়ে দেখছে। হাওয়া অফিসের বক্তব্য, সন্ধ্যার দিকে সমস্ত তথ্য পরীক্ষা করে দেখা হচ্ছিল। এদিকে এহেন তাপমাত্রার কথা শুনে এক কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য, দেশের রাজধানীতে এহেন সর্বোচ্চ তাপমাত্রা প্রায় অসম্ভবই বলা চলে। এর পাশাপাশি ভূ-বিজ্ঞান মন্ত্রী কিরেণ রিজিজু জানান যে, দিল্লিতে ৫২ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা হওয়ার সম্ভাবনা খুবই কম। যদি তাপমাত্রা ৫২.৯ ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালির গ্রিনল্যান্ড রেঞ্চের তুলনায় তা মাত্র ৩.৮ ডিগ্রি সেলসিয়াস কম। আসলে ক্যালিফোর্নিয়ার এই অঞ্চলে বিশ্বের মধ্যে তাপমাত্রা সবথেকে বেশি। যা ৫৬.৭ ডিগ্রি সেলসিয়াসে রেকর্ড করা হয়েছে।
Related Posts
‘হয় মানো, না হয় বাইরে যাও’, মমতার সঙ্গে জোট নিয়ে অধীরকে কড়া বার্তা কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির খাড়গের
হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোট মানতে হবে, নাহলে বেরিয়ে যেতে হবে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীকে সাফ বার্তা দিয়ে দিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি স্পষ্ট করে দিলেন, মমতা ইন্ডিয়া জোটের অংশ। আর সেটা মানতে অধীর চৌধুরী বাধ্য। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে মল্লিকার্জুন খাড়গে বলেন, ভোটের পর সরকার গঠনের ক্ষেত্রে কী হবে না […]
মহারাষ্ট্রের পুনেতে রাস্তা ভেঙে ঢুকে গেল চলমান ট্রাক
মহারাষ্ট্রের পুনেতে পুরনিগমের একটি ট্রাক চলতে চলতে হঠাৎ গর্তে পড়ে একেবারে রাস্তা ভিতর ঢুকে গেল ৷ দিনের আলোয় চোখের সামনে এমন ঘটনায় আতঙ্কিত এলাকার লোকজন ৷ ঘটনাটি ঘটেছে পোস্ট অফিস চত্বরে ৷ অনুমান একশো বছরেরও বেশি পুরনো ওই পোস্ট অফিসের ওই জায়গায় আগে বড় কুয়ো ছিল ৷ রাস্তা খারাপের জন্য এমন দুর্ঘটনা মানতে রাজি নয় […]
‘অশ্লীল’ ভিডিও কাণ্ডে গ্রেফতার আরও ২ বিজেপি নেতা, এখনও অধরা প্রজ্বল রেভান্না
প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার পৌত্র তথা জনতা দল সেকুলারের (জেডিএস) সাংসদ প্রজ্বল রেভান্নার ‘যৌন কুকীর্তি’র ভিডিও সংক্রান্ত মামলায় আরও দুই বিজেপি নেতা গ্রেফতার। কর্নাটক পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট) রবিবার তাঁদের নিজেদের হেফাজতে নেয়। অভিযোগ, ‘অশ্লীল’ ভিডিও ফাঁস এবং তা প্রচার করেছিলেন তাঁরা। পুলিশ সূত্রে খবর, চেতন এবং লিকিথ গৌড়া নামে ওই দুই বিজেপি নেতাকে […]