ইলেক্ট্রনিক ভোটিং মেশিন৷ সংক্ষেপে ইভিএম৷ এই ইভিএম নিয়ে ভোটের আগে, ভোটের পড়ে প্রশ্ন-বিতর্কের অন্ত নেই৷ সম্প্রতি এমনই এক বিতর্ক উস্কে দিয়েছেন ‘X’ (সাবেক ট্যুইটার) প্রধান এলন মাস্ক৷ বিশ্বজুড়ে ভোটগ্রহণের ক্ষেত্রে কি ব্যবহার করা উচিত ইভিএম? এই প্রশ্নের উত্তরেই শুরু হয়েছে বিতর্ক৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এলন মাস্ক জানিয়েছেন, ইভিএম-এ কারচুপি করা কঠিন, কিন্তু, অসম্ভব নয়! আর মাস্কের এই মন্তব্য ঘিরেই নতুন করে প্রাণ পেয়েছে ইভিএম-এ কারচুপির বিতর্ক৷ মাস্কের মন্তব্যের পরে ভারতের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর ইভিএম-এর সমর্থনে নেমেছেন ময়দানে৷ অন্যদিকে, মাস্কের সমর্থনে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি এবং সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব৷ গত শনিবার এলন মাস্ক ‘X’ হ্যান্ডেলে লিখেছিলেন, ‘আমাদের উচিত ইলেক্ট্রনিক ভোটিং মেশিন পরিত্যাগ করা৷ এটি মানুষ বা এআই দ্বারা হ্যাক করা যেতেই পারে৷ সম্ভাবনা কম, তবে অসম্ভব নয়৷’ মাস্কের পোস্টের উত্তরে বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর লিখেছেন, ‘এটি একটি অত্যন্ত সাধারণ মন্তব্য৷ এর অর্থ হয় যে, মানুষ কোনওদিন নিরাপদ কোনও ডিজিটাল হার্ডওয়্যার তৈরি করতে পারবে না৷ এটা ভুল৷’ এরপরেই চন্দ্রশেখরের মন্তব্য, ‘এলন মাস্কের মতামত আমেরিকা এবং অন্য দেশে প্রযোজ্য হতে পারে, যেখানে ইন্টারনেট কানেক্টেটেড ভোটিং মেশিন ব্যবহার করা হয়’৷ চন্দ্রশেখরের মতে, যেখানে ভোটিং মেশিনগুলি ব্লু টুথ, ওয়াইফাই, ইন্টারনেটের সাহায্যে কানেক্টেড থাকে, সেখানেই ইভিএমে কারচুপি করা সম্ভব৷ নচেৎ নয়৷ চন্দ্রশেখর লেখেন, ‘ফ্যাক্টরিতে প্রোগ্র্যামড এবং কন্ট্রোলড ইভিএমে কারচুপি করা সম্ভব নয়৷ ভারত যেমন ভাবে ইভিএম তৈরি করেছে, সকলের উচিত, ঠিক সেইরকমই ইভিএম তৈরি করা৷ আমরা খুব খুশি হব এলনকে এ বিষয়ে টিউটোরিয়াল দিতে পারলে’৷ এলনও পিছিয়ে থাকেননি৷ বিজেপি নেতার উত্তরে নিজের মন্তব্যে অনড় থেকে তিনি ফের লেখেন, ‘যে কোনও জিনিসই হ্যাক করা যায়’৷
Related Posts
মেঘালয়ে বিরোধী দলনেতার মর্যাদা পেলেন তৃণমূলের মুকুল সাংমা
মেঘালয় বিধানসভায় বিরোধী দলনেতার মর্যাদা পেলেন তৃণমূলের মুকুল সাংমা। বৃহস্পতিবার মেঘালয় বিধানসভার সচিবালয় থেকে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। একমাত্র কংগ্রেস বিধায়ক রনি ভি লিংডোর সমর্থন নিয়ে উত্তর-পূর্বের এই রাজ্যে নতুন যাত্রা শুরু করল বাংলার শাসকদল। খবরটি নিজেই এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করে মুকুল সাংমাকে অভিনন্দন জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। […]
সিকিমে ১৫০ ফুট লম্বা ফুটব্রিজ তৈরি করল ভারতীয় সেনা
একটানা বৃষ্টির জেরে সিকিমে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী। অবিরাম বৃষ্টির জেরে কোথাও ভেসে গিয়েছে রাস্তা, কোথাও বা ভেঙে গিয়েছে ব্রিজ। উত্তর সিকিমে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। চলছে উদ্ধারকাজ। নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হচ্ছেন উত্তর সিকিমের স্থানীয় বাসিন্দারা। উত্তর সিকিমের ক্ষতিগ্রস্ত গ্রামগুলির মধ্যে সংযোগ স্থাপন করার জন্য ভারতীয় সেনার ইঞ্জিনিয়াররা তৈরি করলেন ১৫০ ফুট […]
মহারাষ্ট্রেও ধর্ষণ বিরোধী বিল আনা দরকার, মমতার দেখানো পথে হাঁটার ভাবনা!
পশ্চিমবঙ্গের মতো মহারাষ্ট্রেও ধর্ষণবিরোধী বিল আনা দরকার’। মমতার সুরেই ধর্ষকদের ফাঁসির দাবি জানালেন শরদ পাওয়ার। শরদ পাওয়ার বলেছেন, ‘মহারাষ্ট্রের উচিত পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ করা ‘অপরাজিতা বিলে’র মতই একটি বিল আনার কথা বিবেচনা করা। আমার দল এ ধরনের বিল সমর্থন করবে। মহারাষ্ট্রে এখনই কোন বিধানসভা অধিবেশন হবে না কারণ সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। আমরা আমাদের নির্বাচনী […]