সাতসকালে উলুবেড়িয়ায় জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২। আহত আরও ১০ জন। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে ১৬ নম্বর জাতীয় সড়কে। ফকির পাড়ার কাছে। শেষকৃত্য সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন এক পরিবারের একাধিক ব্যক্তি। নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারে গাড়িটি। পরে আরও একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলে ২ জন প্রাণ হারান। আহতদের উদ্ধার করে শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দুর্ঘটনার পর দুটি গাড়িকেই আটক করেছে পুলিশ। এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত ছিল। পুলিশের হস্তক্ষেপে পরে তা স্বাভাবিক হয়।
Related Posts
মালদায় নবম শ্রেণির আদিবাসী নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার চিকিৎসক
প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ দেওয়ার নামকরে আদিবাসী নাবালিকাকে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ এক হাতুড়ে চিকিৎসকের বিরুদ্ধে। মালদার হবিবপুর থানা এলাকায় গত বুধবার ওই ঘটনা ঘটে। গতকাল নাবালিকার পরিবারের পক্ষ থেকে হবিবপুর থানায় ওই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে অভিযুক্ত হাতুড়ে চিকিৎসক সুবল মণ্ডলকে পুলিশ আটক করেছে। সূত্রের খবর, ওই নাবালিকা স্থানীয় একটি স্কুলের […]
Cyclone Remal: ল্যান্ডফলের পরেই আচমকা ঘুরে যেতে পারে ঘূর্ণিঝড় রিমল!
ল্যান্ডফলের পরেই গতিপথ পরিবর্তন করতে পারে রিমল। সমুদ্রে উত্তরমুখী আসার পর স্থলভাগে এসে সামান্য উত্তর-পূর্ব দিকে বাঁক নেবে। বাংলাদেশের উপর দিয়েই উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবেশ করতে পারে রিমল ঘূর্ণিঝড়ের অবশিষ্ট অংশ। ল্যান্ডফলের পরেই গতিপথ পরিবর্তন করতে পারে রিমল। সমুদ্রে উত্তরমুখী আসার পর স্থলভাগে এসে সামান্য উত্তর-পূর্ব দিকে বাঁক নেবে। বাংলাদেশের উপর দিয়েই উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে […]
নিউ জলপাইগুড়িতে একই লাইনে রাজধানী এবং মালগাড়ি, কোনওক্রমে রক্ষা
ফের একই লাইনে দুটি ট্রেন। ঘটনাস্থল সেই নিউ জলপাইগুড়ি। তবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মতো ভয়াবহ দুর্ঘটনা এড়ানো গিয়েছে কোনওক্রমে। কারণ, মালগাড়ির গার্ডের তৎপরতা। একাটানা লাল পতাকা নেড়ে চালকের দৃষ্টি আকর্ষণ করায় থেমে যায় দ্রুতগামী রাজধানী এক্সপ্রেস। এড়ানো সম্ভব হয় রাঙাপানির ঘটনার পুনরাবৃত্তি। তবে ফের একই ট্র্যাকে সামান্য ব্যবধানে দু’টি ট্রেন চলে আসায় রেলের ভূমিকা নিয়ে বিস্তর […]