মেয়েকে ধর্ষণে বাবাকে দোষী সাব্যস্ত করল আদালত। বুধবার আলিপুরের বিশেষ পকসো আদালতের বিচারক সুদীপ্ত ভট্টাচার্য বাবাকে ধর্ষণের অপরাধে দোষী সাব্যস্ত করেন। আজ, বৃহস্পতিবার তার বিরুদ্ধে সাজা ঘোষণা করবে আদালত। সরকারি কৌঁসুলি মাধবী ঘোষ এদিন ধৃতের বিরুদ্ধে কড়া সাজার দাবি জানান। তিনি বলেন, একজন বাবা যখন তার নিজের মেয়ের উপর যৌন নির্যাতন চালায়, তখন তার কোনও অধিকার নেই মুক্তভাবে ঘুরে বেড়ানোর। তার স্থান হওয়া উচিত কারাগারেই। যদিও দোষী সাব্যস্ত হওয়ার পরেও ওই অপরাধীর মধ্যে কোনও হেলদোল দেখা যায়নি। আদালত সূত্রে জানা গিয়েছে, কলকাতার কড়েয়া থানার বাসিন্দা অভিযুক্ত বাবা বেশ কিছুদিন ধরেই তার মেয়ের উপর নানাভাবে যৌন নির্যাতন চালাচ্ছিল। ধর্ষণের ঘটনার পর ওই কিশোরী মানসিকভাবে ভেঙে পড়ে। ২০১৬ সালে সেপ্টেম্বর মাসে ওই কিশোরী সাহস করে বিষয়টি প্রতিবেশীদের জানায়। এরপর তারাই তাকে পুলিশে অভিযোগ জানানোর কথা বলে। এরপরই ওই কিশোরী কড়েয়া থানায় বাবার বিরুদ্ধে লিখিত অভিযোগ জানায়। তার ভিত্তিতে পুলিস বাবাকে গ্রেপ্তার করে। বিচারকের কাছে ওই কিশোরী গোপন জবানবন্দি পেশ করে। দ্রুত মামলার তদন্ত শেষ করে পুলিস চার্জশিট দেয়। মামলায় সাক্ষ্য দেন মোট সাতজন। বাবার জামিনের আবেদন বারবার বাতিল হয়ে যায়। ফলে জেল হেফাজতে রেখেই চলে ধৃতের বিচার। এদিন বিচারক অভিযুক্ত বাবাকে বলেন, আপনার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত। তাই আপনাকে এই জঘন্য অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হল।
Related Posts
দ্বিতীয় দফায় প্রচারে বাংলায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং যোগী আদিত্যনাথ
আগামী ২৬ এপ্রিল রাজ্য তথা দেশে দ্বিতীয় দফার ভোট ৷ তাপপ্রবাহ সত্ত্বেও প্রচার জারি রেখেছে সবক’টি রাজনৈতিক দল। দ্বিতীয় দফার আগে বঙ্গে প্রচারের নীল নকশা সাজিয়ে ফেলেছে গেরুয়া শিবির ৷ সেই প্রচারের অংশ হিসেবে দ্বিতীয় দফার আগে রাজ্যে নির্বাচনী প্রচারে আসছেন বিজেপি’র দুই হেভিওয়েট নেতা অমিত শাহ এবং রাজনাথ সিংহ ৷ তালিকায় নাম রয়েছে যোগী […]
গুজব মোকাবিলায় নামল পুলিশ, বারাসতের স্কুলে গিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বললেন এসপি
উত্তর ২৪ পরগনার বারাসতে শিশুচুরির গুজবের জেরে একাধিক গণপিটুনির ঘটনার পর থেকে নড়েচড়ে বসেছে পুলিশ। সকাল থেকে শহরের প্রতিটি স্কুলের সামনে বসেছে পুলিশ পিকেট। পুলিশ সুপার প্রতীক্ষা ঝারখারিয়া নিজে কথা বলছেন অভিভাবিকাদের সঙ্গে। তাঁদের আশ্বস্ত করছেন যে, শিশুচুরির কোনও ঘটনাই ঘটেনি। পুরোটাই গুজব। সেই গুজবে যেন বাচ্চার মা-বাবারা কান না দেন, সে কথা বার বার […]
আরজি করকাণ্ডে ছেলেকে জড়িয়ে বদনাম করার চেষ্টা করছে দলেরই একাংশ, দাবি প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রের
আরজি কর মেডিক্যালে মহিলা চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় তাঁর নাম জড়ানোর চেষ্টা করছে তৃণমূলেরই একাংশ। এই দাবি করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র। মঙ্গলবার বিকেলে নিজের বাড়িতে এক সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ করেন সৌমেনবাবু ও তাঁর স্ত্রী সুমনাদেবী। এই অপপ্রচারের পিছনে তৃণমূলেরই একাংশ রয়েছে বলে অভিযোগ করেন তাঁরা। আরজি কর মেডিক্যালের ঘটনায় এক […]