উল্টোডাঙায় প্লাইউড কারখানায় আগুন

অগ্নিকাণ্ডে ভষ্মীভূত কারখানা ৷ মঙ্গলবার ভোর ৫টা নাগাদ উল্টোডাঙার ইস্ট-ক্যানেল সার্কুলার রোডের একটি কারখানায় আগুন লাগে ৷ জানা গিয়েছে, কারখানাটিতে প্লাইউড তৈরি হত ৷ ফলে শুকনো কাঠ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ৷ ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন পৌঁছেছে ৷ আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন দমকল কর্মীরা ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দমকল দেরিতে আসার কারণেই আগুন ছড়িয়ে পড়েছে। প্লাইউড কারখানার পাশেই একটি গেঞ্জির কারখানা রয়েছে ৷ যাতে সেটি ছড়িয়ে না পড়ে, যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা ৷

error: Content is protected !!