কলকাতায় ফুটপাথ আটকে হকার বসলে ব্যবস্থা নেবে কলকাতা পুরসভা। শুক্রবার এই নিয়ে কডা বার্তা দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। একই সঙ্গে সম্পত্তি দখল রুখতে সমস্ত মালিকানাহীন সম্পত্তি পুরসভার নামে করে নেওয়া হবে বলে জানিয়েছেন ফিরহাদ। বৃহস্পতিবার নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠকে জমি দখল নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সরকারি জমি কী ভাবে জবরদখল হয়ে যাচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। জমি দখল রুখতে নীতিমালা প্রণয়নের জন্য ৫ আমলার কমিটি গড়েছেন তিনি। এই নিয়ে শুক্রবার ফিরহাদ বলেন, ‘কলকাতায় আর কোনও মালিকানাহীন সম্পত্তি থাকবে না। কোনও মালিকানাহীন সম্পত্তি পৌরসভার নামে নথিভুক্ত করা হবে। তার পর কারও কাছে সম্পত্তির বৈধ নথি থাকলে তাকে মালিকানা তাঁকে হস্তান্তর করা হবে।’ তিনি আরও বলেন, ‘কলকাতায় মালিকানাহীন সম্পত্তি ভুয়ো মালিক তৈরি করে তাতে প্রোমোটিং হচ্ছে। আমরা সেটা বন্ধ করতে চাই। কলকাতায় যত সমীক্ষা না হওয়া সম্পত্তি পুরসভার নামে সমীক্ষা করা হবে।’ একই সঙ্গে ফিরহাদ বলেন, ‘কলকাতায় ফুটপাথ আটকে হকার বসা বরদাস্ত করবে না পুরসভা। বেকার ছেলেরা ফুটপাথে হকারি করবেন ঠিক আছে। কিন্তু ফুটপাথ আটকে বা নোংরা করে হকারি করা চলবে না। অনেকেই নিয়ম মেনে হকারি করছেন। অনেকেই করছেন না।’ সম্পত্তি পুরসভার নামে নথিভুক্ত করার পরিকল্পনা নিয়ে কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যসভার বাম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘রাজ্য সরকার দেউলিয়া হয়ে গিয়েছে। তাই মানুষের ব্যক্তিগত সম্পত্তি দখল করে বিক্রি করার পরিকল্পনা করেছে তারা। এটা বেআইনি। এতে আদালতে মামলা বাড়বে। মানুষের করের টাকা ধ্বংস হবে।’
Related Posts
আগামী ২২ জুলাই বিধানসভার বাদল অধিবেশন, 8 বিধায়কদের শপথগ্রহণের সম্ভাবনা
আগামী ২২ জুলাই বিধানসভার বাদল অধিবেশন বসতে পারে। শনিবারই তৃণমূল পরিষদীয় দলের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অধিবেশন বসানোর অনুমতি চেয়ে চিঠি দিয়েছেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে চারটিতেই জয় পেয়েছে তৃণমূল। নবনির্বাচিত বিধায়কের শপথে যাতে কোনও নিয়ে জটিলতার তৈরি হয়, তার জন্য সবরকম প্রস্তুতি রাখছে বিধানসভা। আগামী সপ্তাহেই তাঁদের শপথ পড়ানোর […]
দিল্লিতে তৃণমূল সাংসদদের আটক করে টেনেহিঁচড়ে বাসে তুলল পুলিশ, প্রতিবাদে কলকাতায় রাজভবনে অভিষেক
দিল্লিতে নির্বাচন কমিশনের সামনে ধরনা থেকে তৃণমূল সাংসদদের টেনেহিঁচড়ে প্রিজন ভ্যান তুলে নিয়েছে পুলিশ। কেন্দ্রীয় এজেন্সিগুলির অবপ্যবহারে অভিযোগ তুলে আজই কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করেন তৃণমূল কংগ্রেসের এক ঝাঁক সাংসদ। কমিশনের সঙ্গে দেখা করার পর তারা কমিশনের সামনে ধরনায় বসে পড়েন। তার পরেই তাদের জোর করে তুলে দেওয়া হয়। মারধরের অভিযোগ করেন শান্তনু সেন। […]
কমিশনারের নামে কেন নথিভুক্ত সঞ্জয় রাইয়ের ব্যবহৃত বাইক! ব্যাখ্যা দিল লালবাজার
আরজি কর কাণ্ডে গ্রেফতার হওয়া অভিযুক্ত সঞ্জয় রাইয়ের বাইক আগেই বাজেয়াপ্ত করেছিল কলকাতা পুলিশ। এরপরে তদন্তভার সিবিআইয়ের কাছে যাওয়ার পরে সেই বাইকটি সিবিআইয়ের হাতে তুলে দেয় কলকাতা পুলিশ। বিভিন্ন সূত্র মারফত ছড়িয়ে যায় অভিযুক্ত সঞ্জয়ের বাইকটি কলকাতার পুলিশ কমিশনারের নামে নথিভুক্ত করা। সমাজমাধ্যমেও দ্রুত ছড়িয়ে যায় এই বিষয়টি। এবার সঞ্জয়ের বাইক নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিল […]