ডিভিসির ছাড়া জলে ঘাটালের বন্যা পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। শিলাবতী নদীর জলস্তর বেড়ে প্লাবিত ঘাটালের মনসুকা, অশোকনগর-সহ বিস্তীর্ণ এলাকা। জলের তলায় বিদ্যুতের কয়েকশো ট্রান্সফরমার। তার ফলে বিদ্যুৎহীন ঘাটালের বহু এলাকা। ওই সব এলাকায় পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে। রাজ্য সড়কের ওপর দিয়ে নৌকা, ডিঙি চালিয়ে পুরসভার জলের গাড়ি থেকে পানীয় জল নিয়ে যাচ্ছে্ন অসংখ্য মানুষ। বুধবার সকাল থেকে দাসপুরের হোসেনপুর-সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি এলাকায় ভেঙেছে কংসাবতী নদীর বাঁধ। যার ফলে নতুন করে জলমগ্ন হয়ে পড়েছে রামগড় চাতাল। জলের তলায় চলে গিয়েছে দাসপুরের রাজনগর, সামাট-সহ বেশ কয়েকটি এলাকা। রামগড় চাতাল জলের তলায় চলে যাওয়ার কারণে নাড়াজল হয়ে ঘাটাল যাওয়ার রাস্তা কার্যত অবরুদ্ধ। তুমুল দুর্ভোগ এলাকার বাসিন্দাদের। কেবল রাজ্য সড়ক নয়, পুর এলাকার পাশাপাশি পঞ্চায়েত এলাকাগুলির রাস্তাঘাটও জলের তলায়। কয়েক হাজার বাড়িতে জল ঢুকেছে।
Related Posts
দেগঙ্গার রাইস মিলে ইডির হানা
মঙ্গলবার সাত সকালে ED হানা জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানের বাড়িতে। জানা গিয়েছে, প্রায় ৪০ জনের একটি টিম তল্লাশি শুরু করেছে উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গায়। সিআরপিএফ ও বিএসএফকে সঙ্গে নিয়ে তল্লাশি চালানো হচ্ছে। দেগঙ্গার বেড়াচাঁপা কাউকে পাড়ার মোড়ের বাড়িতে ভোর থেকেই মুকুল রহমানের বাড়ি ঘিরে ফেলা হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে। বেড়াচাপার কাউকে পাড়ার […]
১৫ জুন থেকে তিন মাসের জন্য বন্ধ হচ্ছে জঙ্গল সাফারি
১৫ জুন থেকে তিন মাসের জন্য ডুয়ার্সের জঙ্গলগুলিতে বন্ধ হচ্ছে জঙ্গল সাফারি। ১৫ সেপ্টেম্বর ফের জঙ্গল খুলে যাবে। রবিবার একথা জানিয়েছেন গোরুমারা উদ্যানের বুধুরাম বিটের বিট অফিসার সুরজিৎ ওরাওঁ। বনদপ্তর জানিয়েছে, বর্ষার মরশুম শুরু হচ্ছে। এই সময় বন্য-জন্তুদের প্রজননের সময়। তাই প্রতি বছরই এই সময় জঙ্গলে সাধারণের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। সুরজিৎ ওরাওঁ […]
লোকসভা ভোটের ৪৮ ঘণ্টা আগে মালদা পুলিশে ফের বদল, হবিবপুরের আইসি-কে সরাল কমিশন
লোকসভা ভোটের ঠিক ৪৮ ঘণ্টা আগে মালদার পুলিশ প্রশাসনে বদল করল নির্বাচন কমিশন। সরানো হল হবিবপুরের আইসি দেবব্রত চক্রবর্তীকে। তাঁকে মালদা পুলিশের সদর দপ্তরে বদলি করা হয়েছে। ভোটের কোনও কাজে তিনি যুক্ত থাকতে পারবেন না বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে। তাঁর বদলে ওই দায়িত্বে কে থাকবেন, তার জন্য নাম চেয়ে পাঠানো হয়েছে সংশ্লিষ্ট দপ্তরে। […]