জুনিয়র ডাক্তারদের চাপের সামনে মাথানত করল রাজ্য সরকার। জুনিয়র ডাক্তারদের দাবি মেনে নবনিযুক্ত অধ্যক্ষ সুহৃতা পাল-সহ আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের চার শীর্ষ আধিকারিককে সরিয়ে দিল রাজ্য সরকার। বুধবার রাতের দিকে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম জানিয়েছেন, আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের অধ্যক্ষের পাশাপাশি নবনিযুক্ত সুপার-কাম-ভাইস প্রিন্সিপাল (এমএসভিপি), চেস্ট মেডিসিন বিভাগের প্রধান এবং অ্যাসিসট্যান্ট সুপারকে সরিয়ে দেওয়া হয়েছে। সেইসঙ্গে জুনিয়র ডাক্তাররা যাতে দ্রুত কাজে যোগ দেন, সেই আর্জি জানান স্বাস্থ্যসচিব। যদিও মুখের কথায় আশ্বস্ত হতে পারছেন না আরজি করের জুনিয়র চিকিৎসকরা। তাঁদের বক্তব্য, আগে লিখিত নির্দেশিকা বের হোক। তারপর তাঁরা নিজেদের পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন আরজি করের আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা।
Related Posts
ফৌজদারি মামলা চলায় সিবিআই গ্রেফতারির পর ডঃ সন্দীপ ঘোষকে সাসপেন্ড রাজ্যের স্বাস্থ্য দপ্তর
সিবিআই গ্রেপ্তারির পর কড়া পদক্ষেপ করল স্বাস্থ্য দপ্তর। দুর্নীতি অভিযোগে প্রাক্তন সুপার সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই । আর সেই গ্রেফতারীর পর সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল রাজ্যের স্বাস্থ্য দফতর । মঙ্গলবার স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, সন্দীপ ঘোষের বিরুদ্ধে ফৌজদারি মামালর তদন্ত চলায় তাকে সাসপেন্ড করা হল। মঙ্গলবার স্বাস্থ্য দপ্তরের তরফে […]
জুনিয়র ডাক্তারদের নিয়ে তাঁর বক্তব্যকে বিকৃত করেছে সংবাদমাধ্যমের একাংশ, সরব মুখ্যমন্ত্রী
জুনিয়র ডাক্তারদের নিয়ে তাঁর বক্তব্যকে সংবাদমাধ্যমে বিকৃত করা হয়েছে । এই অভিযোগে সোশাল মিডিয়ায় সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি তাঁর এক্স হ্যান্ডেলে দীর্ঘ একটি পোস্ট করে দাবি করেছেন যে, তাঁর কথাকে বিকৃত করে তাঁর বিরুদ্ধে চিকিৎসক ছাত্রদের হুমকি দেওয়ার যে অভিযোগ সংবাদমাধ্যমগুলিতে আনা হয়েছে, তা সর্বৈব মিথ্যা ৷ প্রসঙ্গত, গতকাল তৃণমূল ছাত্র পরিষদের […]