হরিয়ানার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বড় পদক্ষেপ। হরিয়ানার কংগ্রেস বিধায়ক সুরেন্দ্র পানওয়ারকে গ্রেপ্তার করল ইডি। তাঁর ছেলেকেও আটক করা হয়েছে। মাস কয়েক আগে হরিয়ানা পুলিশ যমুনানগর, সোনিপত এবং আশেপাশের জেলাগুলিতে বেআইনি খননের মামলায় FIR নথিভুক্ত করে। এরপরেই কেন্দ্রীয় সংস্থার তরফে তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। ২০১৯ সালে বিধানসভা নির্বাচনে কবিতা জৈনকে পরাজিত করে জিতেছিলেন সুরেন্দ্র পানওয়ার। সেই সময় ক্যাবিনেট মন্ত্রী ছিলেন কবিতা। সুরেন্দ্র পানওয়ার কবিতা জৈনকে ৩২,৮৭৮ ভোটে পরাজিত করেন। কবিতা জৈনকে হারিয়ে লাইমলাইটে আসেন সুরেন্দ্র পানওয়ার। শনিবার ইডির একটি দল সোনিপাতের সেক্টর ১৫-এ বিধায়ক সুরেন্দ্র পানওয়ারের বাড়িতে হানা দিয়েছিল। সূত্রের খবর, দিলবাগ সিং মামলায় সুরেন্দ্র পানওয়ারকে গ্রেফতার করেছে ইডি। কয়েকদিন আগে হরিয়ানায় বেআইনি খনন মামলায় INLD নেতা দিলবাগ সিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয় ইডি। দিলবাগ মামলায় সুরেন্দ্র পানওয়ারকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। সুরেন্দ্র পানওয়ারকে আম্বালায় নিয়ে গিয়েছে ইডির দল। যদিও আইএনএলডি নেতা দিলবাগ সিং আদালতের নির্দেশে জামিন পেয়েছেন। গ্রেপ্তারের এক মাস পর জামিন পান দিলবাগ। দিলবাগ সিং হরিয়ানার যমুনানগরের প্রাক্তন বিধায়ক।
Related Posts
তেলেঙ্গানার সেকেন্দ্রবাদে সরকারি হাসপাতালে প্রকাশ্যে মহিলা চিকিৎসককে হেনস্তা, আটক অভিযুক্ত
এক মহিলা জুনিয়র চিকিৎসককে প্রকাশ্যে হেনস্তার অভিযোগ উঠল এক রোগীর বিরুদ্ধে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার সেকেন্দ্রবাদের একটি সরকারি হাসপাতালে। অভিযোগ, ওই চিকিৎসকের হাত ধরে টানা হেঁচড়া করে অভিযুক্ত ওই যুবক। এমনকী তাঁর পোশাক ধরেও টানার চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে যুবকটির বিরুদ্ধে। এই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, অভিযুক্তকে ইতিমধ্যেই […]
কান্নুরে গাড়ি-লরির সংঘর্ষে একই পরিবারের ৫জনের মৃত্যু
কেরালার কান্নুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনার খবর সামনে এসেছে। এখানে একটি গাড়ি ও লরির সংঘর্ষে একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, সোমবার রাতে কান্নাপুরম এলাকায় ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে। মৃতদের নাম কালিচান্দুক্কামের বাসিন্দা ৫৯ বছর বয়সী কে এন পদ্মকুমার, ৩৫ বছর বয়সী চুরিক্কাত্ত সুধাকরণ, ৩৫বছর বয়সী অজিথা, ৬৫ বছর বয়সী কোজুম্মল […]
মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল
মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল। রবিবার সে রাজ্যের মুখ্যমন্ত্রী জানালেন মেঘভাঙা বৃষ্টি আর বন্যার কারণে হিমাচলের ক্ষতি হয়েছে অন্তত কয়েকশ কোটি টাকার। সুখবিন্দর সিং সুখু জানিয়েছেন, ৭০০ কোটির বেশি ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে সে রাজ্যে। তিনি বলেছেন, ২৭ জুন ২০২৪ থেকে এতদিন পর্যন্ত বিপুল অঙ্কের ক্ষতি হয়েছে রাজ্যের। ইতিমধ্যে কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। খোঁজ নেই […]