বেআইনি খননের অভিযোগে ইডির হাতে গ্রেফতার হরিয়ানার কংগ্রেস বিধায়ক

হরিয়ানার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বড় পদক্ষেপ। হরিয়ানার কংগ্রেস বিধায়ক সুরেন্দ্র পানওয়ারকে গ্রেপ্তার করল ইডি। তাঁর ছেলেকেও আটক করা হয়েছে। মাস কয়েক আগে হরিয়ানা পুলিশ যমুনানগর, সোনিপত এবং আশেপাশের জেলাগুলিতে বেআইনি খননের মামলায় FIR নথিভুক্ত করে। এরপরেই কেন্দ্রীয় সংস্থার তরফে তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। ২০১৯ সালে বিধানসভা নির্বাচনে কবিতা জৈনকে পরাজিত করে জিতেছিলেন সুরেন্দ্র পানওয়ার। সেই সময় ক্যাবিনেট মন্ত্রী ছিলেন কবিতা। সুরেন্দ্র পানওয়ার কবিতা জৈনকে ৩২,৮৭৮ ভোটে পরাজিত করেন। কবিতা জৈনকে হারিয়ে লাইমলাইটে আসেন সুরেন্দ্র পানওয়ার। শনিবার ইডির একটি দল সোনিপাতের সেক্টর ১৫-এ বিধায়ক সুরেন্দ্র পানওয়ারের বাড়িতে হানা দিয়েছিল। সূত্রের খবর, দিলবাগ সিং মামলায় সুরেন্দ্র পানওয়ারকে গ্রেফতার করেছে ইডি। কয়েকদিন আগে হরিয়ানায় বেআইনি খনন মামলায় INLD নেতা দিলবাগ সিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয় ইডি। দিলবাগ মামলায় সুরেন্দ্র পানওয়ারকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। সুরেন্দ্র পানওয়ারকে আম্বালায় নিয়ে গিয়েছে ইডির দল। যদিও আইএনএলডি নেতা দিলবাগ সিং আদালতের নির্দেশে জামিন পেয়েছেন। গ্রেপ্তারের এক মাস পর জামিন পান দিলবাগ। দিলবাগ সিং হরিয়ানার যমুনানগরের প্রাক্তন বিধায়ক।

error: Content is protected !!