কলকাতার পর এবার জেলার সুপারস্পেশালিটি এবং মহকুমা হাসপাতালগুলি থেকে সিসিটিভি-সহ নিরাপত্তা সংক্রান্ত তথ্য চাইল স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতর জানিয়েছে, মহকুমা হাসপাতাল, স্টেট জেনারেল হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাগুলোর নিরাপত্তা ব্যবস্থা কী? সিসিটিভি, সিকিওরিটি গার্ড, রেস্টরুম কত সংখ্যা রয়েছে? স্বাস্থ্য দফতরের অধীনে থাকা এই হাসপাতালগুলির কাছ থেকে রিপোর্ট চাইল স্বাস্থ্য দফতর। বৃহস্পতিবার স্বাস্থ্য দফতর ভার্চুয়াল বৈঠক করে বিভিন্ন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, হাসপাতালের সুপারদের নিয়ে বৈঠক করে। সেই বৈঠকেই এই রিপোর্ট চাওয়া হয়েছে বলেই স্বাস্থ্য দফতর সূত্রের খবর। চলতি সপ্তাহের মধ্যেই রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাজ্যজুড়ে মেডিক্যাল কলেজগুলির নিরাপত্তা ব্যবস্থায় আমূল বদল চেয়ে অর্থ দফতরে প্রস্তাব পাঠিয়েছে স্বাস্থ্য দফতর। আর জি করের ঘটনার পর থেকেই জেলা হাসপাতালগুলির কাছ থেকে সিসিটিভি সহ অন্যান্য তথ্য জানতে চাওয়া হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব ও কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব বৈঠক করে বিভিন্ন হাসপাতালগুলি সুরক্ষা ব্যবস্থা কী রয়েছে তা জানতে চায়। তবে জেলা হাসপাতালগুলিও আগে থেকেই স্বাস্থ্য দফতরে রিপোর্ট পাঠানো শুরু করে দিয়েছে।
Related Posts
‘গাড়ি ছেড়ে পায়ে হেঁটে গ্রামে ঘুরুন,’ নির্বাচনে হেরে যাওয়া এলাকার নেতাদের পরামর্শ মমতা বন্দ্যোপাধ্যায়ের
লোকসভা নির্বাচনে বিপুল জয় এসেছে৷ কিন্তু এখন থেকেই ২০২৬-এর প্রস্তুতি শুরু করে দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ যার প্রথম ধাপ হিসেবে লোকসভা ভোটে যে এলাকাগুলিতে তৃণমূল হেরেছে, সেখানে মানুষের ক্ষোভ প্রশমনে উদ্যোগী হতে দলের নেতা, কর্মীদের পরামর্শ দিলেন তৃণমূল সুপ্রিমো ৷ এ দিন একুশে জুলাইয়ের সমাবেশ মঞ্চ থেকে দলের নেতা, কর্মীদের উদ্দেশ্যে তৃণমূল সুপ্রিমো পরামর্শ, হেরে […]
‘রং না দেখে ২৪ ঘণ্টার মধ্যে দুষ্কৃতীদের ধরুন, পড়ুয়াদের দাবি ন্যায্য ও ন্যায়সঙ্গত, তাদের বাঁচান!’, সিপিকে আর্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
আরজি কর মেডিক্যাল কলেজে বুধবার মধ্যরাতে হামলার ঘটনার তীব্র নিন্দা করলেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ২৪ ঘণ্টার মধ্যে ‘অপরাধী’দের খুঁজে বার করতে হবে পুলিশকে। চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে বুধবার শহরে মেয়েদের রাত দখলের কর্মসূচি ছিল। সেই কর্মসূচি শুরু হওয়ার খানিক পরেই আরজি করে হামলার ঘটনা ঘটে। এক দল […]
নিউটাউনে গোপন বৈঠক, তৃণমূল নেতাদের গ্রেফতার করাতে এনআইএ-কে তালিকা দিয়েছে বিজেপি, বিস্ফোরক দাবি কুণালের
লোকসভা নির্বাচনের আগে তৃণমূল নেতাদের গ্রেফতার করার জন্য এনআইকে তালিকা দিয়েছে বিজেপি। এই দাবি করে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট তৃণমূল নেতা কুণাল ঘোষের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ট্যাগ করে এই পোস্ট করেন কুণাল। তাঁর দাবি, দুই বিজেপি নেতা নিউটাউনে এসপি ডি আর সিংয়ের বাসভবনে গোপন বৈঠক করেন। বৈঠক হয় নিজাম প্যালেসেও। সেখানেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হতে […]