আগামী ৯ সেপ্টেম্বর সুপ্রিমকোর্টে আরজিকর মামলার শুনানি

আরজিকর মামলার শুনানি সুপ্রিম কোর্টে হওয়ার কথা ছিল গত ৫ সেপ্টেম্বর। কিন্তু সে দিন প্রধান বিচারপতির বেঞ্চ না বসায় শুনানি পিছিয়ে যায়। অবশেষে ওই মামলার শুনানির নতুন দিন জানাল শীর্ষ আদালত। আগামী ৯ সেপ্টেম্বর, সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি হবে। উল্লেখ্য, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে হয়নি আরজি কর মামলার শুনানি। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে ওই মামলার শুনানি হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সিবিআইয়ের রিপোর্ট পেশের কথা ছিল। প্রধান বিচারপতি অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারেনিন। সেই কারণে আরজি কর মামলার শুনানি স্থগিত হয়। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চ বসেনি।

error: Content is protected !!