উত্তরবঙ্গে নাগাড়ে চলছে বৃষ্টি। এই প্রবল বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। তার ফলে কালিম্পং, সিকিম যেতে সমস্যায় পড়ছেন পর্যটকরা। এই আবহে মেরামতির কাজ শুরু হয়েছে। আর তাই গোসখালাইন হয়ে আলগাড়া লাভার রাস্তা বন্ধ রাখা হচ্ছে। কালিম্পং জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৪ জুলাই সকাল ৬টা পর্যন্ত এই রাস্তা বন্ধ থাকবে। পূর্ত দফতর মেরামতির কাজ করবে। বিকল্প পথ হিসাবে মনসং হয়ে রংপো লাভা রোড খোলা থাকছে। সেখান দিয়েই চলাচল করছে গাড়ি। লাভা হয়ে কালিম্পং শিলিগুড়ির রাস্তাও খোলা থাকছে। এতদিন আলগাড়া লাভা হয়ে ঘুরপথে সিকিমে যাওয়া যাচ্ছিল। সেটাও আজ, বৃহস্পতিবার থেকে বন্ধ করে দেওয়া হল। সুতরাং সিকিম সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন। এদিকে জাতীয় সড়কের নানা জায়গায় ধস নামতে শুরু করেছে। শ্বেতী ঝোড়া থেকে চিত্রে, সেলফিদাড়ার কাছে বিশাল ধসের ফলে রাস্তা বন্ধ রয়েছে। তবে দার্জিলিং দিয়ে সিকিম যাওয়ার রাস্তা খোলা আছে। পানবু হয়ে কালিম্পং, শিলিগুড়ির রাস্তা খোলা আছে। সেখান দিয়েও পৌঁছনো যাবে সিকিম। তবে তাতে অন্তত ৭ ঘন্টা সময় লাগছে। আর অতিরিক্ত সময় লাগলে বাড়তি ভাড়াও গুণতে হবে পর্যটকদের। এই পরিস্থিতির কারণ হল, ভূমিধসে বিধ্বস্ত ১০ নম্বর জাতীয় সড়ক কবে খুলবে কেউ জানে না। রাস্তার একাংশ তিস্তা নদীর জলে ভেসে গিয়েছে। সেবক থেকে তিস্তাবাজার যাওয়ার পথে বেশ কিছু এলাকায় জাতীয় সড়ক তলিয়ে গিয়েছে। অন্যদিকে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে। আর নীচের দিকের তিন জেলাতেও বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা আছে। আগামীকাল, শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ একটু কমবে। যদিও ভারী বৃষ্টির পূর্বাভাস রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে আছে। কোচবিহার ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টি হতে পারে। শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে। এছাড়া নাগাড়ে বৃষ্টির জেরে উত্তরের পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা বাড়ছে। তাই বিচ্ছিন্ন হতে পারে সড়ক যোগাযোগ। আর জাতীয় সড়কে এখনকার ছবি খুব খারাপ। অতিরিক্ত বৃষ্টিতে বাড়তে পারে নদীগুলির জলস্তর। আর নীচু জায়গাগুলি প্লাবিত হতে পারে। ভারী বৃষ্টিতে জমির ফসলেরও ক্ষতির সম্ভাবনা প্রবল।
Related Posts
প্রবল বর্ষণে বিপর্যস্ত গুজরাত, মৃত ৮, জারি সর্তকতা
প্রবল বর্ষণে জলমগ্ন গুজরাত। মৃতের সংখ্যা বেড়ে ৮। বুধবার প্রবল বর্ষণের মধ্যে গুজরাতের বিশাল অংশে বেশ কয়েকটি গ্রাম বিচ্ছিন্ন হয়ে যাওয়া এবং প্লাবিত নদী এবং উপচে পড়া বাঁধের পরে ৮২৬ জনেরও বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে, কর্মকর্তারা জানিয়েছেন। সকাল থেকে ভাদোদরা, সুরাট, ভারুচ এবং আনন্দের মতো দক্ষিণ এবং গুজরাতের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা […]
ফের মামলার গেরোয় উচ্চপ্রাথমিকে ১৪ হাজার শূন্যপদে নিয়োগ, সুপ্রিমকোর্টে মামলা দায়ের একাধিক বঞ্চিত প্রার্থীর
ফের মামলার গেরোয় উচ্চপ্রাথমিকে নিয়োগ। পুজোর আগে নিয়োগ নিয়ে বড় সংশয় দেখা দিল। সুপ্রিম কোর্টে মামলা দায়ের একাধিক বঞ্চিত প্রার্থীর। নিয়োগে অনিয়ম, সংরক্ষণ নীতি বিরোধী হাইকোর্ট রায়। কেন ১৪০৫২ শূন্যপদে নিয়োগ, সেই প্রশ্ন তুলে মামলা করা হল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে মামলা দায়ের করল রাজীব ব্রহ্ম সহ একাধিক বঞ্চিত প্রার্থী। প্রায় ৮ বছর পর উচ্চ […]
চলন্ত ট্রেনে কিশোরীর শ্লীলতাহানি, গণপিটুনিতে মৃত্যু অভিযুক্ত রেলকর্মীর
নারী নির্যাতনের নানা ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঝড় তুঙ্গে। এই পরিস্থিতির মধ্যে হামসফর এক্সপ্রেসে এবার নাবালিকার শ্লীলতাহানির ঘটনা। তার জেরে অভিযুক্ত রেলকর্মীকে পিটিয়ে খুন করল নির্যাতিতার পরিবার সহ অন্য যাত্রীরা। পুলিস জানিয়েছে, ১১ বছরের ওই নাবালিকার পরিবার বিহারের বারাউনি থেকে দিল্লির উদ্দেশে হামসফর এক্সপ্রেসে ওঠে। বুধবার রাত সাড়ে এগারোটা নাগাদ কিশোরীকে নিয়ে তার মা শৌচাগারে গেলে গ্রুপ […]