হরিয়ানার পানিপথের ২৯ নম্বর সেক্টরে অবস্থিত একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ঘটনাস্থলে দমকল বাহিনীর একাধিক গাড়ি উপস্থিত রয়েছে। এদিকে, পুলিশও তদন্তের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে।বুধবার ২৯ নম্বর পার্ট-২ নম্বর সেক্টরে অবস্থিত একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কর্মীরা আগুনের খবর ফায়ার সার্ভিসকে জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন এখনও নিয়ন্ত্রণের বাইরে এবং দমকলকর্মীরা তা নেভানোর চেষ্টা করছেন। দমকল কর্মকর্তা গুরমেল জানান, আদর্শ টেক্সটাইল কারখানায় আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। পানিপথ ছাড়াও সোনিপত ও কর্নাল থেকেও গাড়ি ডাকা হয়েছে। শিগগিরই আগুন নিয়ন্ত্রণে আনা হবে।
Related Posts
দিল্লিতে ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক, এমার্জেন্সি গেট দিয়ে তড়িঘড়ি নামিয়ে আনা হল যাত্রীদের
ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক। জানা গেছে মঙ্গলবার ভোর ৫ টা নাগাদ ইন্ডিগোর 6E2221 বিমানটি দিল্লির জওহরলাল নেহরু বিমানবন্দর থেকে বারাণসী যাওয়ার কথা ছিল। কিন্তু উড়ানের ঠিক আগের মুহূর্তে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে একটি ফোন আসে। উড়ানের পাইলট ফোন করে জানান, শৌচালয়ের একটি পেপারে লেখা রয়েছে ৩০ মিনিটের মধ্যে বোমা বিস্ফোরণ হবে। পাইলটের নজরে বিষয়টি এসেছিল। তিনি বিমানবন্দর […]
দিল্লির সরকারি হাসপাতালে বন্দুকবাজের হামলা, মৃত রোগী
দিল্লির সরকারি হাসপাতালে বন্দুকবাজের হামলা! গুলি লেগে মৃত্যু হল হাসপাতালে ভর্তি থাকা এক রোগীর। জানা গিয়েছে, হাসপাতালে ঢুকে একাধিক গুলি চালিয়েছে ১৮ বছর বয়সি এক যুবক। তবে আপাতত সে পলাতক বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেল চারটে নাগাদ। জানা গিয়েছে, দিল্লির গুরু তেগ বাহাদুর হাসপাতালে আচমকাই বন্দুক হাতে ঢুকে পড়ে ১৮ বছর বয়সি এক যুবক। […]
উত্তরপ্রদেশে কর্তব্যরত চিকিৎসকে মারধর, নিরাপত্তার দাবিতে হাসপাতালের বহির্বিভাগ বন্ধ রাখার সিদ্ধান্ত
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের উপর হামলার অভিযোগ। উত্তরপ্রদেশের বুলন্দশহরে শিকারপুর কমিউনিটি হেলথ সেন্টারে নিযুক্ত এক পুরুষ চিকিৎসকের উপর অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি হামলা কর বলে জানা যায়। হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই দৃশ্য। যেখানে দেখা যাচ্ছে, আপনমনে পায়চারি করতে করতে ফোনে কথা বলছেন ওই চিকিৎসক। এমন সময়ে এক ব্যক্তি আচমকা এসে চিকিৎসককে টেনে চড় কষান। এলোপাথাড়ি […]