রাজ্যে ১০ হাজার কোটি বিনিয়োগের ঘোষণা, বিপুল কর্মসংস্থানের সুযোগ

রাজ্যে আরও ১০ হাজার কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। বৃহস্পতিবার নবান্নে শিল্প সংক্রান্ত বৈঠকের পর সুখবর শোনালেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা লেদার কমপ্লেক্স নিয়ে বৈঠক করেন বৃহস্পতিবার। এই বৈঠকেই রাজ্যের চর্মশিল্পে বিপুল অঙ্কের বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। এই বিপুল বিনিয়োগের ফলে রাজ্যেও ২.5 লক্ষ মানুষের কর্মসংস্থান হবে আগামী দিনে।” মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের কথা জানিয়ে আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, “কলকাতা লেদার কমপ্লেক্স নিয়ে মুখ্যমন্ত্রী এদিন একটি রিভিউ মিটিং ডেকেছিলেন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আরও ১৮৭ টি ট্যানারি, আরও ১৪৫ টি ফুটওয়্যার ইউনিট আসবে। আরও ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে। তার ফলে আরও ২. ৫০ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে।” এছাড়াও  ৪৭৫ কোটি টাকা দিয়ে পানীয় জল প্রকল্প হবে বলেও এদিন ঘোষণা করেছে নবান্ন। আলিপুর মিউজিয়ামের পাশে একটি মল গড়ে তোলা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা, আলাপন বন্দ্যোপাধ্যায়।

error: Content is protected !!