হায়দরাবাদে কোল্ড ড্রিঙ্কে মাদক মিশিয়ে খাইয়ে তরুণীকে ধর্ষণ, গ্রেফতার ২

হায়দরাবাদে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক নির্মাণ ব্যবসায়ী ও তাঁর সহকারী। ঘটনাটি ঘটেছে রবিবার। ওই তরুণী পুলিশের কাছে অভিযোগে জানিয়েছেন, গত রবিবার মিয়াপুরে যান তিনি। দেখা করেছিলেন নির্মাণ ব্যবসায়ী জনার্দন এবং সঙ্গা রেড্ডির সঙ্গে। ওই তরুণীকে ইয়াদাগিরিগুট্টাতে একটি সাইট দেখাতে নিয়ে যান তাঁরা। রাতে সেখান থেকে ফেরার সময় গাড়ি খারাপ হওয়ার অজুহাতে মাঝপথে দাঁড়িয়ে পড়েন জনার্দন এবং সঙ্গা। গাড়ি ঠিক করা পর্যন্ত অপেক্ষার জন্য একটি নির্মিয়মান বাড়িতে তরুণীকে নিয়ে যায় তাঁরা। সেখানে প্রথমে খাবার খেতে দেওয়া হলে সন্দেহ হওয়ায় এড়িয়ে যান তিনি। খানিক বাদে কোল্ড ড্রিঙ্ক খেতে দিলে না করেননি তরুণী। কোল্ড ড্রিঙ্ক খাওয়ার পরেই মাথা ঘুরতে শুরু করে তরুণীর। প্রায় অচৈতন্য হয়ে পড়লে তাঁকে দাঁড়িয়ে থাকা গাড়ির ভিতরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। তরুণী অভিযোগ করেছেন, ভোরের আলো ফোটা অবধি নির্যাতন চালায় জনার্দন এবং সঙ্গা। তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ। অভিযুক্তরা তরুণীকে মিয়াপুরে হস্টেলের সামনে ছেড়ে পালিয়ে যায়। অভিযোগ পেয়ে তদন্ত নামে পুলিশ। গ্রেফতার করা হয়েছে দুই অভিযুক্তকে। অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। তরুণীর অভিযোগ কোল্ড ড্রিঙ্কে নেশার দ্রব্য মিশিয়েছিল অভিযুক্তরা। 

error: Content is protected !!