শেষ হল চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ৷ বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া ভোট হয়েছে মোটের উপর শান্তিপূর্ণ ৷ তবে রানাঘাটে উত্তেজনা ছড়ায় ৷ বাগদায় উঠেছে বুথ জ্যামের অভিযোগ ৷ মানিকতলায় বিভিন্ন বুথে সিসিটিভি বন্ধ করে ভোট করানোর অভিযোগ উঠেছে ৷ নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, বিকেল ৪টে পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৩১ জনকে ৷ বিকেল ৫টা পর্যন্ত চার কেন্দ্রে ভোট পড়েছে 62.71 শতাংশ ৷ বুধবার উপনির্বাচন হয় উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, নদিয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর ২৪ পরগনার বাগদা ও কলকাতার মানিকতলায় ৷ নির্বাচন কমিশন জানিয়েছে, বিকেল পাঁচটা পর্যন্ত রায়গঞ্জে 67.12 শতাংশ, রানাঘাট দক্ষিণে 65.37 শতাংশ, বাগদায় 65.15 শতাংশ ও মানিকতলায় 51.39 শতাংশ ভোট পড়েছে ৷ তবে পাঁচটার পরও ভোটের লাইনে কয়েকজন ভোটার থাকায় ভোটদানের হার আরও কিছুটা বাড়বে বলে মনে করা হচ্ছে ৷ চার কেন্দ্র মিলিয়ে মোট ১০৯৭ বুথের মধ্যে স্পর্শকাতর বুথ ছিল ১৪২টি । মোতায়েন করা ছিল ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী । তবে তা সত্ত্বেও বেশ কয়েকটি বুথে কিছু উত্তেজনার ঘটনা ঘটে ৷ ভোটের সকালেই গুলি চলেছে বলে খবর ছড়িয়ে পড়ে রানাঘাট দক্ষিণের পূর্ণনগরে ৷ কমিশনকে দেওয়া রিপোর্টে জানানো হয় রানাঘাট থানার আইসি, এসডিপিও তদন্ত করছেন । স্থানীয় বাসিন্দারা যদিও জানিয়েছেন, কোনও গুলির শব্দ পাওয়া যায়নি ।
Related Posts
আমি যখন এখানে মিটিং করেছি তখন আমাদের দেশের বিদায়ী প্রধানমন্ত্রী বারাকপুরে মিটিং করছে, কটাক্ষ মমতার
ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ভাটপাড়ায় সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই একই লোকসভা কেন্দ্রের আমডাঙাতে সভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ব্যারাকপুরেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘দেগঙ্গাতে প্রতিবার ইলেকশনের আগে একটা করে মিটিং করার সুযোগ মেলে। আমি ভুলি কম, মনে থাকে। আমি যখন এখানে মিটিং করেছি তখন আমাদের দেশের বিদায়ী প্রধানমন্ত্রী বারাকপুরে মিটিং […]
‘এনআইএ-সিবিআই বিজেপির ভাই ভাই, ইডি ওদের ফান্ডিং বক্স’, কেন্দ্রীয় এজেন্সি নিয়ে বিজেপিকে তোপ মমতার
এদিন বালুরঘাট থেকে মমতার হুঁশিয়ারি, বালুরঘাটে জলের অসুবিধা হয়। আপনারা যাকে ভোট দিয়েছিলেন সুকান্ত বাবু তিনি একবারও বলেছেন কেন মানুষ জল পায় না? গঙ্গার ভাঙন নিয়ে একবারও মুখ খুলেছেন? তৃণমূল কংগ্রেস যত বেশি সিট পাবে তত দিল্লির ইন্ডিয়া জোট শক্তিশালী হবে। এনআরসি চালু করে সবাইকে বাংলা থেকে উচ্ছেদ করো। মানবো না। অসমে যা করেছে এখানে […]
ওড়িশায় বার্ড ফ্লু-এর হদিশ! রাজ্যে ডিম ও চিকেন আমদানিতে জারি নিষেধাজ্ঞা
বার্ড ফ্লু-এর হদিশ ওড়িশায়! রাজ্যে ওড়িশার ডিম ও চিকেন আমদানিতে নিষেধাজ্ঞা। পুরীতে অ্যাভিয়েন ইনফ্লুয়েঞ্জার হদিশ। পুরী থেকে পোল্ট্রিজাত সামগ্রী আসায় নিষেধাজ্ঞা। ওড়িশার দুটি গ্রামে বার্ড ফ্লুর হদিস পাওয়া গেছে। তাই আপাতত ওড়িশা থেকে কোনও ট্রাক ডিম ও মুরগি নিয়ে রাজ্যে ঢুকবে না। আগামী দুই সপ্তাহ এই নিষেধাজ্ঞা জারি হয়েছে। ইতিমধ্যে রাজ্যের প্রাণীসম্পদ দফতর রাজ্য পুলিশকে […]