বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া মোটের উপর শান্তিপূর্ণ উপনির্বাচন

শেষ হল চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ৷ বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া ভোট হয়েছে মোটের উপর শান্তিপূর্ণ ৷ তবে রানাঘাটে উত্তেজনা ছড়ায় ৷ বাগদায় উঠেছে বুথ জ্যামের অভিযোগ ৷ মানিকতলায় বিভিন্ন বুথে সিসিটিভি বন্ধ করে ভোট করানোর অভিযোগ উঠেছে ৷ নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, বিকেল ৪টে পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৩১ জনকে ৷ বিকেল ৫টা পর্যন্ত চার কেন্দ্রে ভোট পড়েছে 62.71 শতাংশ ৷ বুধবার উপনির্বাচন হয় উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, নদিয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর ২৪ পরগনার বাগদা ও কলকাতার মানিকতলায় ৷ নির্বাচন কমিশন জানিয়েছে, বিকেল পাঁচটা পর্যন্ত রায়গঞ্জে 67.12 শতাংশ, রানাঘাট দক্ষিণে 65.37 শতাংশ, বাগদায় 65.15 শতাংশ ও মানিকতলায় 51.39 শতাংশ ভোট পড়েছে ৷ তবে পাঁচটার পরও ভোটের লাইনে কয়েকজন ভোটার থাকায় ভোটদানের হার আরও কিছুটা বাড়বে বলে মনে করা হচ্ছে ৷ চার কেন্দ্র মিলিয়ে মোট ১০৯৭ বুথের মধ্যে স্পর্শকাতর বুথ ছিল ১৪২টি । মোতায়েন করা ছিল ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী । তবে তা সত্ত্বেও বেশ কয়েকটি বুথে কিছু উত্তেজনার ঘটনা ঘটে ৷ ভোটের সকালেই গুলি চলেছে বলে খবর ছড়িয়ে পড়ে রানাঘাট দক্ষিণের পূর্ণনগরে ৷ কমিশনকে দেওয়া রিপোর্টে জানানো হয় রানাঘাট থানার আইসি, এসডিপিও তদন্ত করছেন । স্থানীয় বাসিন্দারা যদিও জানিয়েছেন, কোনও গুলির শব্দ পাওয়া যায়নি ।

error: Content is protected !!