আফগানিস্তানের বিরুদ্ধে দাপুটে জয় তুলে নিল ভারত

গ্রুপ লিগের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দাপুটে জয় তুলে নেয় ভারত। দ্বিতীয় ম্যাচে টিম ইন্ডিয়া পরাজিত করে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে। প্রত্যাশিতভাবেই তৃতীয় ম্যাচে আমেরিকাকেও হারিয়ে দেন রোহিত শর্মারা। তবে কানাডার বিরুদ্ধে ভারতের শেষ গ্রুপ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় ভারত এবং এ-গ্রুপের এক নম্বর দল হিসেবে সুপার এইট রাউন্ডে প্রবেশ করে। এবার সুপার এইট রাউন্ডের প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ ছিল আফগানিস্তান। সীমিত ওভারের ক্রিকেটে আফগানিস্তানকে খাটো করে দেখা সম্ভব নয় কোনওভাবেই। শক্তিশালী বোলিং লাইনআপ ও টি-২০ বিশেষজ্ঞ ব্যাটারদের উপস্থিতির জন্যই প্রতিপক্ষ দলগুলি রশিদ খানদের নিয়ে সতর্ক থাকতে বাধ্য। তাছাড়া চলতি টি-২০ বিশ্বকাপের গ্রুপ লিগে নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলকে হারিয়ে আফগানিস্তান বুঝিয়ে দিয়েছে, সুপার এইটেও মরিয়া হয়ে লড়াই চালাবে তারা। স্বাভাবিকভাবেই বৃহস্পতিবার সুুপার এইটের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে সম্মুখসমরে সতর্ক ছিল টিম ইন্ডিয়া। শেষমেশ আফগানদের বিরুদ্ধে বড় জয় দিয়ে সুপার এইটের অভিযান শুরু করেন রোহিত শর্মারা। সূর্যকুমার যাদব ও হার্দিক পাণ্ডিয়ার জুটিতে ভর করে ভারত ১৮২ রানের টার্গেট দিয়েছিল। তা কেনসিংটন ওভালের উইকেটে তাড়া করা সহজ ছিল না। হলোও তাই। দাপট দেখালেন ভারতীয় বোলাররা। আফগানিস্তানের ওপেনার রহমানুল্লাহ গুরবাজ আগ্রাসী ব্যাটিং শুরু করেছিলেন। অর্শদীপ সিং প্রথম ওভারে গিয়ে ১৩ রান দেন। কিন্তু দ্বিতীয় ওভারে নিজের প্রথম ওভারটি করতে গিয়ে দ্বিতীয় বলেই গুরবাজকে ফেরান। ৮ বলে ১১ করে তিনি কট বিহাইন্ড। মেরেছেন ১টি ছয়, ১টি চার। এরপর আর মাথা তুলে দাঁড়াতে পারেনি আফগানিস্তান। বোঝাই যাচ্ছিল ম্যাচ জেতার আশা ছেড়ে নেট রান রেট ভদ্রস্থ জায়গায় রাখাই লক্ষ্য আফগানদের। ইব্রাহিম জাদরান ১১ বলে ৮ রান করে অক্ষর প্যাটেলের শিকার। চতুর্থ ওভারে। সেটি প্যাটেলের প্রথম ওভার, উইকেট-মেডেন। ৩.৪ ওভারে ২৩ রানে দ্বিতীয় উইকেট পড়ে। পঞ্চম ওভারের প্রথম বলেই হজরতুল্লাহ জাজাই ৪ বলে ২ রান করে বুমরাহর দ্বিতীয় শিকার। গুলবদিন নঈব ২১ বলে ১৭, আজমাতুল্লাহ ওমরজাই ২০ বলে ২৬, নাজিবুল্লাহ জাদরান ১৭ বলে ১৯, মহম্মদ নবি ১৪ বলে ১৪ রান করেন। ১৮তম ওভারে চতুর্থ ও পঞ্চম বলে যথাক্রমে রশিদ খান (৬ বলে ২) ও নবীন উল হক (১ বলে ০)-কে ফেরান অর্শদীপ। শেষ অবধি আফগানিস্তান ২০ ওভারে ১৩৪ রানে অল আউট হয়। নূর আহমেদ ১৮ বলে ১২ রান করে আউট হন। ভারতের জয় ৪৭ রানে।

error: Content is protected !!