পাকিস্তানে বাড়ছে মাঙ্কিপক্স, ভারতের সব বিমানবন্দরে জারি সতর্কতা

পাকিস্তানে পৌঁছে গিয়েছে মাঙ্কিপক্স। সেই পরিস্থিতিতে ভারতের সব বিমানবন্দরে সতর্ক থাকার নির্দেশ দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সেইসঙ্গে বাংলাদেশ এবং পাকিস্তানের সঙ্গে যে যে স্থলবন্দর আছে, সেগুলির কর্তৃপক্ষকেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, বিদেশ থেকে আসা যাঁদের ক্ষেত্রে এমপক্সের উপসর্গ দেখা যাবে, তাঁদের নিয়ে সতর্ক থাকতে বলেছে কেন্দ্র। সেইসঙ্গে এমপক্সে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা, এমপক্সের উপসর্গ থাকা ব্যক্তিদের আইসোলেশন এবং এমপক্স সামলানোর জন্য তিনটি নোডাল হাসপাতালও চিহ্নিত করে দিয়েছে কেন্দ্র। সেগুলি হল – রাম মনোহর লোহিয়া হাসপাতল, সফদরজং হাসপাতাল এবং লেডি হার্ডিঞ্জ কলেজ। সূত্রের খবর, সব রাজ্য সরকারকেই এরকম নির্দিষ্ট হাসপাতাল চিহ্নিত করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। আধিকারিকরা জানিয়েছেন, আপাতত ভারতে কোনও এমপক্স আক্রান্তের হদিশ মেলেনি। তবে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখছে ভারত সরকার। এমপক্স নিয়ে ভারত কতটা প্রস্তুত আছে, তা পর্যালোচনা করে দেখতে রবিবার উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রিন্সিপাল সেক্রেটারি পিকে মিশ্র। আপাতত যা পর্যালোচনা করা হয়েছে, তাতে ভারতে বৃহদাকারে এমপক্স ছড়িয়ে পড়ার আশঙ্কা কম।

error: Content is protected !!