পাকিস্তানে পৌঁছে গিয়েছে মাঙ্কিপক্স। সেই পরিস্থিতিতে ভারতের সব বিমানবন্দরে সতর্ক থাকার নির্দেশ দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সেইসঙ্গে বাংলাদেশ এবং পাকিস্তানের সঙ্গে যে যে স্থলবন্দর আছে, সেগুলির কর্তৃপক্ষকেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, বিদেশ থেকে আসা যাঁদের ক্ষেত্রে এমপক্সের উপসর্গ দেখা যাবে, তাঁদের নিয়ে সতর্ক থাকতে বলেছে কেন্দ্র। সেইসঙ্গে এমপক্সে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা, এমপক্সের উপসর্গ থাকা ব্যক্তিদের আইসোলেশন এবং এমপক্স সামলানোর জন্য তিনটি নোডাল হাসপাতালও চিহ্নিত করে দিয়েছে কেন্দ্র। সেগুলি হল – রাম মনোহর লোহিয়া হাসপাতল, সফদরজং হাসপাতাল এবং লেডি হার্ডিঞ্জ কলেজ। সূত্রের খবর, সব রাজ্য সরকারকেই এরকম নির্দিষ্ট হাসপাতাল চিহ্নিত করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। আধিকারিকরা জানিয়েছেন, আপাতত ভারতে কোনও এমপক্স আক্রান্তের হদিশ মেলেনি। তবে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখছে ভারত সরকার। এমপক্স নিয়ে ভারত কতটা প্রস্তুত আছে, তা পর্যালোচনা করে দেখতে রবিবার উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রিন্সিপাল সেক্রেটারি পিকে মিশ্র। আপাতত যা পর্যালোচনা করা হয়েছে, তাতে ভারতে বৃহদাকারে এমপক্স ছড়িয়ে পড়ার আশঙ্কা কম।
Related Posts
একটানা ভারি বৃষ্টিতে বিপর্যস্ত রাজস্থান, মৃত ২০
একটানা ভারি বৃষ্টিতে আগেই রাজস্থানের একাধিক এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। জলে ডুবে ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। গত শনিবার থেকে রবিবার পর্যন্ত একনাগাড়ে ভারি বৃষ্টির জেরে রাজস্থানে মৃত ২০ জন। আহত আরও একাধিক। সোমবার রাজস্থানের একাধিক শহরে বন্ধ স্কুল। প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত জয়পুর, দউসা, সাওয়াই মাধোপুর, কারৌলি। জলমগ্ন রাস্তায় মুহুর্মুহু দুর্ঘটনা ঘটছে। আজ এই […]
প্রয়াত সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি
প্রয়াত সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। দিল্লির এইমসে তাঁর চিকিৎসা চলছিল। শ্বাসনালীতে ইনফেকশনের সমস্যায় ভুগছিলেন তিনি। সিপিআইএমের সাধারণ সম্পাদক তথা রাজ্যসভার প্রাক্তন এমপি সীতারাম ইয়েচুরি প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। এইমসে চিকিৎসা চলছিল তাঁর। বৃহস্পতিবার সেখানেই মারা গিয়েছেন তিনি। গত ১৯ অগস্ট তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। নিউমোনিয়ার মতো কিছু সমস্যা ছিল তাঁর। বুকেও কিছু […]
কেরলের ওয়েনাড়ে ভূমিধস বিধ্বস্ত এলাকা আকাশপথে পরিদর্শনে প্রধানমন্ত্রী মোদি
ভয়াবহ ভূমিধসে বিপর্যস্ত কেরলের ওয়েনাড়। সেখানে ২২৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ভূমিধসে আক্রান্ত এলাকা এদিন পরিদর্শনে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভূমিধস ঘিরে গত ৩০ জুলাই থেকে করুণ পরিস্থিতি ওয়েনাড়ের চুরমালা, মুন্ডাক্কি, মেপ্পাডি এলাকায়। সেখানে মৃতদেহ উদ্ধারের পাশাপাশি ৪০৩ টি দেহখণ্ডও উদ্ধার হয়েছে বলে খবর। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তা ও ত্রাণের পদক্ষেপ নিয়েছে কেরল […]