মধ্যম পাল্লার ব্যালেস্টিক মিসাইল অগ্নি ৪-এর সফল উৎক্ষেপণ। শুক্রবার ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে মারণ ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ করে ভারতের প্রতিরক্ষা বিভাগ। অত্যাধুনিক অগ্নি-৪ (Agni-4) মারণাস্ত্রের বিশেষত্ব হল এটা ৪ হাজার কিলোমিটারের মধ্যে যে কোনও বস্তুকে নিমেষে ধ্বংস করতে পারে। ২০ মিটার দীর্ঘ এই মিসাইল ১০০০ কেজির পেলোড নিতে সক্ষম। রোড মোবাইল লঞ্চার থেকে এই মিসাইল নিক্ষেপ করা যেতে পারে। খুব বেশি ওজন না হওয়ায় সহজে বহন করা সহজ।
Related Posts
ভোট পরবর্তী হিংসা মামলা রাজ্যে বাইরে সরানোর মামলার শুনানি পিছল সুপ্রিমকোর্টে
২০২১ সালের বিধানসভা ভোট পরবর্তী হিংসা মামলাগুলি রাজ্যের বাইরে সরানোর আবেদনের শুনানি সোমবার স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। তিন সপ্তাহ পরে ওই মামলার ফের শুনানি হবে বলে জানা গিয়েছে। তার মধ্যে রাজ্যের হলফনামার জবাব আদালতে জমা দিতে হবে সিবিআইকে। রাজ্যের বিভিন্ন আদালতে বিচারাধীন ভোট পরবর্তী হিংসার প্রায় ৪০টি মামলা রাজ্যের বাইরে স্থানান্তরের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের […]
কেরলের ওয়েনাড়ে ভূমিধস বিধ্বস্ত এলাকা আকাশপথে পরিদর্শনে প্রধানমন্ত্রী মোদি
ভয়াবহ ভূমিধসে বিপর্যস্ত কেরলের ওয়েনাড়। সেখানে ২২৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ভূমিধসে আক্রান্ত এলাকা এদিন পরিদর্শনে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভূমিধস ঘিরে গত ৩০ জুলাই থেকে করুণ পরিস্থিতি ওয়েনাড়ের চুরমালা, মুন্ডাক্কি, মেপ্পাডি এলাকায়। সেখানে মৃতদেহ উদ্ধারের পাশাপাশি ৪০৩ টি দেহখণ্ডও উদ্ধার হয়েছে বলে খবর। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তা ও ত্রাণের পদক্ষেপ নিয়েছে কেরল […]
মণিপুরে টহলদারির সময় দুষ্কৃতী হামলা, শহিদ এক জওয়ান
ফের রক্ত ঝরল মণিপুরে। রাজ্য পুলিশের সঙ্গে যৌথ টহলদারির সময় প্রাণ গেল এক সিআরপিএফ জওয়ানের। অসমের সীমান্তবর্তী জেলায় পুলিশকর্মী ও CRPF জওয়ানরা যৌথ ভাবে টহল দিচ্ছিলেন। সেই সময় অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, মণিপুরের জিরিরামে সশস্ত্র দুষ্কৃতীরা অতর্কিতে হামলা চালায়। ওই এলাকায় যৌথভাবে টহল দিচ্ছিলেন মণিপুর ও সিআরপিএফ জওয়ানরা। […]