ব্যালেস্টিক মিসাইল অগ্নি ৪-এর সফল উৎক্ষেপণ

মধ্যম পাল্লার ব্যালেস্টিক মিসাইল অগ্নি ৪-এর সফল উৎক্ষেপণ। শুক্রবার ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে মারণ ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ করে ভারতের প্রতিরক্ষা বিভাগ। অত্যাধুনিক অগ্নি-৪ (Agni-4) মারণাস্ত্রের বিশেষত্ব হল এটা ৪ হাজার কিলোমিটারের মধ্যে যে কোনও বস্তুকে নিমেষে ধ্বংস করতে পারে। ২০ মিটার দীর্ঘ এই মিসাইল ১০০০ কেজির পেলোড নিতে সক্ষম। রোড মোবাইল লঞ্চার থেকে এই মিসাইল নিক্ষেপ করা যেতে পারে। খুব বেশি ওজন না হওয়ায় সহজে বহন করা সহজ।

error: Content is protected !!